কুমিল্লা মডার্ণ হাই স্কুলে চলমান অনিয়ম ও দূর্নীতির প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশকরেছে শিক্ষকরা

সিটিভি নিউজ।। কুমিল্লা মডার্ণ হাই স্কুলে চলমান অনিয়ম ও দূর্নীতির প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশকরেছে শিক্ষকরা। আজ ২৬ নভেম্বর সকালে কুমিল্লা মডার্ণ হাই স্কুলের শিক্ষকরা কুমিল্লা জেলা প্রশাসক বরাবর স্মারক লিপিটি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলী রাজিব মাহামুদ মিঠুন এর কাছে হস্তান্তর করেন। স্মারকলিপিতে শিক্ষকরা বলেন ,
কুমিল্লা শিক্ষা বোর্ড ওথা বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের সেরাজ্যের এসএসসি পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে উল্লেখযোগ্য শিক্ষার্থী কৃতিত্বের সাথে পাস করে থাকে। ডিপিএ ৫.০০ এর বারির দিক থেকে এটি একটি অনন্য প্রতিষ্ঠান। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে গত এই আগামী ২০২৪ ইং তারিখে দেশে গণমভূখান ঘটে। গণঅস্থাযান পরবর্তী পরিস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষত বিদ্যালয় অনুপস্থিত রয়েছেন। পরিবর্তিত পরিস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে মোইতার ভিত্তিতে রাষ্ট্রতার ভিত্তিতে জনাব মুসহর জামানকে নুসরাত জাহানকে দায়িত্ব প্রদান করা হয়। দাওয়ার প্রধান শিক্ষক জনাব নুসরাত জাহান এর প্রশাসনিক অনভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিদ্যালয়ে কতিপয় গতকালীন শিক্ষন ১। মোঃ আরিফুর রহমাদ, ২। মোঃ আবু তাহের, ৩। মোলয় বায়মা রাজার গং বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদেরকে ব্যবহার করে ক্ষেত্র বিশেষ মর সৃষ্টির মাধ্যমে ক্ষমতা কুক্ষিণার বতেন। ক্ষমতা বৃদ্ধিণাত করার পাশাপাশি তারা বিদ্যালয়ের অনেক আর্থিক অনিয়মের সাথে প্রতিখ পড়েন। যাহা সদ্য বিদায়ী বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক মহোদয়কে অবগত করা হয়েছিল। নিচে তাদের কতিপয় আর্থিক অনিসমের
৩১. ২০২৪ সালে প্রাক নির্বাচনী পরীক্ষা ও অর্থবার্ষিক পরীক্ষা সর্বমোট ২২.৪৮.৩২৬/- বাইশ লক্ষ আট চল্লিশ হ্যামার তিনশত হাবিলপ বারান দেওয়া হয়। যার মধ্যে মাত্র ১৭,৫০,৩৭৯/- (সতেরো লঞ্চ পরশ হাজার তিনশায় ডিয়ায়র) টাকা শিক্ষক ও কর্মচারীদের মধ্যো পরীক্ষার সম্মানী বাবদ বন্টন করা হয় এবং অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদ্বয়ের বয়ানী ব্যগন-৬৫,০০০/- (পাঁচটি আমার) টাকা গণ্টন করা হয়। অবশিষ্ট ৪,৩২,৯৫০/- (চার লক্ষ বত্রিশ হাজার নয়শত পঞ্চাশ) টাকার কোন হদিস পাওয়া যায়নি।
০২. ২০২৪ সালের ৬ষ্ঠ রোগির তাজিট্রেশন ফি ১২০০১১২২ ১,০৪,৬৪০/- (এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা শিক্ষার্থীদের কাম যেতে উত্তোলন করা হয়। যার মধ্যে ৮৩/০২৮/- (তিরাশি হাজার আটাশ) টাকা ব্যাংকে জমা দেওয়া যায়। অবশিষ্ট ৫১.৬১২/- (একান্ন হাতার চারশত বার) এবং ২০২৪ সালের ৮ম শ্রেণির রেজিট্রেশন ফি ১৪৭৯০২২০ ০.২৫.১৬০/- (তিন লক্ষ পঁচিশ হাজার একশত ঘাট) টাকা শিক্ষার্থীদের কাছ থেকে উত্তোলন করা হয়। যার মধ্যে ১.০৬/৬২২/- (এক লক্ষ ছেচল্লিশ হাজার ছয়শত বাইশ) টাকা ব্যাংকে জমা দেওয়া হয়। অবশিষ্ট ১,৭৫ ৫৩৮/- (এক লক্ষ আঠার হাজার পাঁচশায় আটত্রিশ) ৬৪ ও ৬ম শ্রেণি মোট টাকা ৫১,৬১২৭১,৭৮৫০৮/২,৩০,১৫০/-(দুই লক্ষ ত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা এর মধ্যে কম্পিউটার অপারেটকে দেওয়া হয়েছে-২৬,৫০০/- (ছাদিংশ হাজার পাঁচশত) টাকা। অবশিষ্ট ২.০৩.৯৫০/- (দুই লক্ষ তিন হাজার ছয়শত পঞ্চাশ) টাকার কোন হদিস পাওয়া যায়নি। (কপি সংযুক্ত)।
০৩. ২০২৪ সালের ১ম শ্রেণির রেজিট্রেশন ফি ১৪৪২ × ৪০০৫,৭৬,৮০০/- (পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার আটশত টাকা শিক্ষার্থীদের কাছ থেকে উত্তোলন করা হয়। যার মধ্যে ৪.৪১.২৫২/- (চার লক্ষ একচল্লিশ হাজার দুইশত বায়ায়) টাকা ব্যাংকে জমা দেওয়া হয়। অদশিয় ১.00 л (এক লক্ষ পয়ত্রিশ হাজার পাঁচশত আটচল্লিশ) টাকার কোন হদিস পাওয়া যায়নি। (কপি সংযুক্ত)
০৪. ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীর সংখ্যা-১২৯৫ জন। উত্তীর্ণ হয়েছে-১২৫০ জন। ১২৫০ ৩০০৩,৭৫০০০/- (তিন লক্ষ পঁচায়ন মাজার টাকা) প্রশংসাপত্র বিতরন হয়েছে- ১১৮৫ ৩০০=৩/৫৫ ৫০০/- (তিন লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত) টাকা উত্তোলন করা হয়। এই টাকার কোন হদিস পাওয়া যায়নি। (কপি সংযুক্ত)
০৫. ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণির প্রেডিট্রেশন ফি ২২০×১১০৫ ২,৪৩ ১০০/- (দুই লক্ষ তেতাল্লিশ হাজার একশত) টাজ শিক্ষার্থীদের কাম থেকে উত্তোলন করা হয়। যার মধ্যে ২,০৯,২১৫/- (সুই লক্ষ দুই হাজার দুইশত পদের) টাকা ব্যাংকে জমা দেওয়া যায়। অবশিষ্ট ৪০৮৮৫/-(চল্লিশ হাজার আটশত পঁচাশি) টাকা এর মধ্যে কম্পিউটার অপারেটকে দেওয়া হয়েছে-১০,০০০/- (দশ হাজার) টাকা এবং শ্রেণি শিক্ষকদেরকে দেওয়া হয়েছে-১০,০০০/-(দশ হাজার) টাকা। অবশিষ্ট ২০,৮৮৫/- (বিশ হাজার আটশত পঁচাশি) টাকার কোন অদিস পাওয়া যায়নি। (কপি
৬৬. ২০২৫ সালের ৮ম শ্রেণির রেজিট্রেশন ফি ১৫০৯ Хагов, ৩.৭৬৫০০/- (তিন লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশত) টাকা শিক্ষার্থীদের কায় থেকে উত্তোলন করা হয়। যার মধ্যে ৩,০০,০০০/- (তিন দক্ষ তিন হাজার মায়) টাকা ব্যাংকে জমা দেওয়া হয়। অবশিষ্ট ৭৩,৪৯০/- (মিয়া জামারশত হরাসরি) টারা এচ মধ্যে অম্পিউটার অপারেটিকে দেওয়া হয়েছে-১০,০০০/- (দশ হাজার) টাকা এবং শ্রেণি শিক্ষকদেরকে দেওয়া হয়েছে-১০,০০০/-(দশ হাজার) অবশিষ্ট ৬০ ৪৬৪/- (তিষ্ঠায় হাজার চারশত চুনানকাই। টাকার কোন হদিল পাওয়া যায়নি। কেপি সংযুক্ত)
সর্বমোট হিসাব বহির্ভুত ৪.৩২,৯৫০৭২,০৫,৬৫০+১,০০ ২৪৮+о до д০০+২০,৮৮৫+৫০ ৪৯৪ ০১২,০২,৭২৭/- (বায় লক্ষ দুই হাজার সাতশ টাকা
আত্মসাৎ করিয়াছে। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মফিজুর রহমান, আবদুল কাদের,মোঃ মনিরুল ইসলাম। সংবাদ প্রকাশঃ ২৬-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন