চৌদ্দগ্রামের চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার রায় দিয়েছে আদালত ২ জনের মৃত্যুদন্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা সংবাদদাতা জানান == : কুমিল্লার চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর ব্যবসায়ী আনোয়ার হোসেন হত্যা মামলার রায় দিয়েছে আদালত। এ রায়ে দুইজনকে মৃত্যু দন্ডাদেশ সহ আরও পাঁচ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক সাবরিনা নার্গিস এ রায় প্রদান করেন। মৃত্যু দন্ডাদেশপ্রাপ্ত আসামীরা হলেন: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জিয়া উল্লাহ প্রকাশ জিয়া ও একই গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে জুয়েল রানা প্রকাশ জুয়েল। এছাড়া যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন: চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের সেরাজুল হকে ছেলে ক্বারী ফজলুল হক, ফজলুল হকের ছেলে আজাদ রহমান, আবদুল মালেকের ছেলে আবদুল কাদের, কালাম মিয়ার ছেলে কবির আহমেদ ও ফেলনা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে সাদ্দাম হোসেন। রায় ঘোষণাকালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কবির আহমেদ আদালতে উপস্থিত ছিলেন এবং অপর ছয় আসামী পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২২ এপ্রিল সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে জিয়া উল্লাহ ও তার সহযোগীরা ব্যবসায়ী আনোয়ার হোসেনের দোকানে হামলা ও ভাংচুর চালায়। এতে বাধা দিলে তারা আনোয়ার হোসেনকে কুপিয়ে আহত মারাত্মক আহত করে। একপর্যায়ে তাকে শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরদিন ২৩ এপ্রিল এ ঘটনায় নিহতের পিতা দেলোয়ার হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ওই বছরের ২৯ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়। পরবর্তীতে ২০১৪ সালের ২৬ আগস্ট জেলা ডিবির এসআই জিল্লুর রহমান আদালতের নির্দেশে ১৯ জনের বিরুদ্ধে পুনরায় চার্জশিট দাখিল করেন। এ মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক সাবরিনা নার্গিস দুইজনকে মৃত্যুদন্ডাদেশ এবং অপর পাঁচ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। তাদের প্রত্যেককে এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া মামলার চার্জশিটভুক্ত ১২ জন আসামীকে বেকসুর খালাস প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন- অ্যাডভোকেট মুমিনুল হক ভূঁইয়া। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।
মামলার বাদী দেলোয়ার হোসেন বলেন, পলাতক আসামীরা এখনো আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমি চাই তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং আদালতের রায় দ্রুত বাস্তবায়ন করা হোক। সংবাদ প্রকাশঃ ২৫-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=