কুমিল্লার মুরাদনগরে ১০ বছর বয়সে কোরআনে হাফেজ মাকসুদুর রহমানকে জাহাপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ============
কোরআনের প্রতি প্রবল ভালোবাসা আর অদম্য অধ্যবসায় থাকলে বয়স বা সময় কোনো বাধা হতে পারে না। সেই কথাই যেন প্রমাণ করে দেখাল কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০ বছর বয়সী এক ছাত্র। মাত্র ১৩ মাস ১০ দিনের অবিশ্বাস্য দ্রæত সময়ে সে পবিত্র কোরআনুল কারিমের ৩০ পারা মুখস্থ (হিফজ) সম্পন্ন করে তাক লাগিয়ে দিয়েছে।
সাফল্য অর্জনকারী এই কৃতী ছাত্রের নাম মাকসুদুর রহমান। সে উপজেলার জাহাপুর ইউনিয়নের রানীমুহুরী গ্রামের মোক্তার হোসেনের ছেলে এবং জাহাপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বরে মাকসুদুর রহমান কোরআন হেফজের যাত্রা শুরু করে। তারুণ্যের এই ঝলকানি দেখা যায় চলতি বছরের নভেম্বরে, যখন সে সম্পূর্ণ কোরআন হেফজ সম্পন্ন করে। সাধারণত যেখানে কোরআন মুখস্থ করতে তিন থেকে চার বছর সময় লাগে, সেখানে মাকসুদুর রহমান এই বিরল গতি সবাইকে মুগ্ধ করেছে।
মাদ্রাসার শিক্ষক মাওলানা আলাউদ্দিন তার ছাত্রের সাফল্যে আবেগাপ্লæত হয়ে বলেন, মাকসুদুর রহমান শুরু থেকেই ব্যতিক্রম ছিল। তার মেধা, মনোনিবেশ এবং শেখার আগ্রহ ছিল প্রখর। ভর্তির শুরুতেই তার মধ্যে কোরআন শিক্ষার প্রতি প্রবল আগ্রহ দেখা গিয়েছিল। সে খুব মনোযোগী, অনুগত এবং অধ্যবসায়ী ছিল। কিন্তু এত অল্প সময়ের মধ্যে যে সে কোরআনের হাফেজ হয়ে যাবে, তা আমাদের ধারণার বাইরে ছিল। তার এই অসাধারণ অর্জনে আমরা এখন গর্ববোধ করছি।
শিক্ষকরা আরও যোগ করেন, প্রতিদিনের সবক ঠিক রাখা, পুরোনো অংশ বারবার ঝালিয়ে নেওয়া (মেধাদীপ্ত পুনরাবৃত্তি) এবং শুদ্ধ উচ্চারণে তিলাওয়াত গুলোই মাকসুদুর রহমানকে দ্রæততম সময়ে সাফল্যের চ‚ড়ায় পৌঁছে দিয়েছে।
পরিবার জানায়, শিশুকাল থেকেই কোরআনের প্রতি ছিল তার অগাধ টান। সকলের দোয়া, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং মাদ্রাসার অনুক‚ল পরিবেশই মাকসুদুর রহমানকে এই মহান সাফল্যের পথে চালিত করেছে। এই কৃতিত্বের জন্য তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে, যা শুধু তার পরিবার নয়, পুরো এলাকার মুখ উজ্জ্বল করেছে।
মাকসুদুর রহমানের এই অসাধারণ মেধা ও নিষ্ঠা দেশের হিফজ শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবে। সংবাদ প্রকাশঃ ২৫-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com