সিটিভি নিইজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বেগম খালেদা জিয়া শারীরিক জটিলতার কারণে আইসিইউতে ভর্তি হওয়ার পরপরই তার সুস্থতা কামনায় রাতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নামাজের পর অনুষ্ঠিত এসব মাহফিলে মুসল্লিরা নেত্রীর আশু রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করেন।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সমাজসেবী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
মাসুদুজ্জামান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। তার অসুস্থতার খবর আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া করছি এবং আশাবাদী, মহান আল্লাহ দ্রুত তাকে আরোগ্য দান করবেন।
তিনি আরও বলেন, এই দোয়া মাহফিল শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, মানবিক সহমর্মিতার অংশ। সকলের প্রার্থনা ও ভালোবাসা তাকে মানসিক শক্তি জোগাবে।
দোয়া মাহফিলে স্থানীয় বাসিন্দা, বিএনপির নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। সংবাদ প্রকাশঃ ২৪-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com