কুমিল্লায় বিড়াল-কুকুরের বিনামূল্যে চেকাপ ও রেবিস ভেক্সিন ক্যাম্প

সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি।। ===========
“প্রাণী নির্যাতন বন্ধ করি, তাদের প্রতি যত্নশীল হই” এই শ্লোগানে কুমিল্লায় ক্যাটস হোম বিড়ালের বাড়ির আয়োজনে বিড়াল-কুকুরের বিনামূল্যে চেক-আপ ও রেবিস ভেক্সিন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী নগরীর ঝাউতলাস্থ কুমিল্লা পেট চেম্বার এন্ড পেট শপ এ ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সামছুল আলম।
ক্যাটস হোম বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার কমিশন হিউম্যান রাইটস এর কেন্দ্রীয় ডেপুটী গভর্নর লুফুর রেজা খোকন, পেটস’বাবা’র সিইও ডাঃ সোহাগ তালুকদার।
পোষা প্রাণির পূর্নাঙ্গ প্লাটফর্ম (পেটস’বাবা) এর সহযোগিতায় ক্যাম্পে চিকিৎসক ছিলেন, কুমিল্লা পেট চেম্বার এন্ড পেট শপের পেট এ্যানিমেল কনসালটেন্ট ডাঃ মনিরুল ইসলাম ভূইয়া (রিমন), ভেট কেয়ার কুমিল্লার পেট এ্যানিমেল কনসালটেন্ট ডাঃ শেখ ইসমাইল আহমেদ, লিট-পো ভেট কেয়ার, কুমিল্লার পেট কনসালটেন্ট এন্ড সার্জন ডাঃ ফারহান ইশরাক উল্লাস, পেট এ্যনিমেল প্রাকটিশনার ডাঃ জাহিদুল ইসলাম জুয়েল।
অনুষ্ঠানে সাংবাদিক আশিকুর রহমান আশিক, আনোয়ার হোসাইন, ক্যাটস হোম বিড়ালের বাড়ির সদস্য তানিয়া আক্তার মৌসুমীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সামছুল আলম বলেন, বিড়ালের চোখ উপরে ফেলাসহ প্রানি নির্যাতন রোধে প্রানি কল্যান আইন আছে। এই আইনে জেলা জরিমানার ব্যবস্থা আছে।
অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধীক বিড়ালকে বিনামূল্যে চেক-আপ ও রেবিস ভেক্সিন প্রদান করা হয়। সংবাদ প্রকাশঃ ২৪-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন