সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/================
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা- ৪ দেবীদ্বার আসনের দুই এমপি প্রার্থীর বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ বক্তব্য নিয়ে একই আসনের অপর প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ সমর্থকদের মধ্যে ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গত শনিবার (২২ নভেম্বর) জামায়েত মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. সাইফুল ইসলাম সহিদ শালঘর ইউনিয়নে নির্বাচনী প্রচারনায় যেয়ে ওই ইউপির ১ নং ওয়ার্ড মেম্বার বিএনপি সমর্থক মো. মনিরুল ইসলাম সাথে কথোপকথনের-১ মিঃ ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। উক্ত ভিডিওতে জামাত প্রার্থী সহিদুল ইসলাম, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে বলেন,- ‘আপনি আমার বাড়ি কোনখানে জানেননি ? কাসেম চেয়ারম্যানের নাম শুনেছেন ? (কাসেম চেয়ারম্যান দেবীদ্বার পৌর আওয়ামীলীগের সভাপতি) এইডা আমার রক্তেরনা এইডা (সহিদ সম্পর্কে কাসেম চেয়ারম্যানের ভাতিজা)। দেবীদ্বারে যেই বেডা এমপি অইছে, আম্রা বাড়ির উপর ভর কইরা এমপি অইছে। কথাডা বুচ্ছেননি ? যারাই এমপি অইছে, কালাম ভাই এমপি অইছে আমডা বাড়ির উপর ভর কইরা এমপি অইছে। তার (হাসনাত আব্দুল্লাহর) সংগঠন আছেনি কন না ? তার (হাসনাত আব্দুল্লাহর) কি প্রত্যেক কেন্দ্রে এজেন্ট দেয়ার লোক আছেনি ? তে (হাসনাত আব্দুল্লাহ) দ’ উরাধুরা মাইনসের উপর ভর কইরা এহানে আইছে। এইডা আইছে, ইতা দিয়া কি অইব ? ভাইরাল এক জিনিস ভোট অইল আর এক জিনিস।
আপনি মেম্বার আপনি এইডা বুঝেন না। মেম্বার কি এমনে অইছেন, আপনি বুঝেন না? নির্বাচনের মেকানিজম একটা বুঝেন না ? তার (হাসনাত আব্দুল্লাহ’র) বয়স অইল ২৭ বছর, তে (হাসনাত আব্দুল্লাহ) যেডিরে লইয়া ঘুরে এডি এহন থাইকা লুটপাট শুরু করেছে, দেবীদ্বারে এডি দিয়া ভালো কিছু করার সুযোগ আছে ? প্রজেক্ট দিয়া সাইরা, প্রকল্পটি দিয়া সাইরা কাজের নামে নাম নাই, আমনে এবার ইয়ে কইরা লাভ আছেনি?
অপর দিকে গত ২২ নভেম্বর শনিবার বিকেলে দেবীদ্বার পৌর এলাকার বড় আলমপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে বিএনপি দলীয় মনোনয়ন প্রাপ্তপ্রার্থী টানা ৪ বারের বারের নির্বাচিত সাংসদ, বিএনপি জাতীয় কমিটির সদস্য ও কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী তার বক্তব্যে বলেন, .... আপনাদের আরো একটা কথা বলি, ১০ জনের একটা দল, ১০ জনের একটা দল। সেই দল নাকি ক্ষমতায় আসবে। এই দলের সাথে নাকি বিএনপির সমঝোতা হয়েছে। বিএনপির কি সদস্য কম পইরা গেছে ? একটা কেন্দ্রে, প্রতি কেন্দ্রে (নির্বাচনী এলাকায়) একটা কম্পিটিশনে দেবীদ্বার উপজেলায় না হলে,- ৪/৫ জন আছে উপযুক্ত যারা এমপি ইলেকশন করতে পারে। তাদের কয়টা আছে? তারে বাদে তো কেউ নেই। বাপ- দাদার কোন পরিচয় নাই, বাপ- দাদার কোন পরিচয় নাই, একটা এমপি হতে গেলে পরে তার বাপ-দাদার একটা বংশ পরিচয় দরকার আছে। কি আছেনা ? তাহলে কি পরিচয় দেবো আমরা। আমার কি পরিচয় দিবেন, আমার বাপ-দাদারা-নানারা, সেই সময় আমার বাবা বিএসসি পাশ করেছিলেন ভিক্টোরিয়া কলেজ থেকে। আমার নানা হায়দার আলী ডাক্তার গুরা ঔষধ দিতো মানুষকে সুস্থ করতো, আপনাদের মনে আছে কি? তো আমি সেই বংশের ছেলে। আমি সেই অবস্থা থেকেই আপনাদের কাছে এসেছি। ... ছুড়ে ফেলে দিন, ছুরে ফেলে দিন, যারা এসমস্ত কথা বলে, তাদের ছুড়ে ফেলে দিন খালে-খন্দে, সেই জঞ্জালের পোকা।’ তবে তিনি যাকে উদ্দেশ্য করে বলেছেন বা যে দলকে উদ্দেশ্য করে বলেছেন সেই ব্যক্তি বা দলের নাম উল্লেখ করেননি।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে দেবীদ্বার পৌর এলাকার বড় আলমপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এ ব্যাপারে ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, বংশীয় বড়াইয়ের বক্তব্যে আমার ব্যক্তিগত কোনো কষ্ট নেই। কষ্টটা হচ্ছে সেই নেতার কর্মীদের জন্য- সেই কর্মীদের সন্তানদের জন্য। এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, তিনি তার কর্মী ও তাদের সন্তানদের কী দৃষ্টিতে দেখেন। তাদের যোগ্যতা থাকলেও শুধু বংশীয় পরিচয় না থাকার কারণে তারা কখনোই তার মতো নেতা হতে পারবে না।
কৃষক-শ্রমিক থেকে শুরু করে প্রবাসী ও পেশাজীবী-সব শ্রেণির মানুষের ভোটে নেতা, এমপি ও মন্ত্রী তৈরি হয়। কিন্তু এই সাধারণ মানুষের শক্তিকেই অস্বীকার করার প্রবণতা আমাদের রাজনীতিতে বহুদিনের। কারণ জনতার মঞ্চ থেকে উঠে আসা নেতৃত্ব পুরনো রাজনৈতিক এলিটিজম ও পারিবারিক আধিপত্যকে চ্যালেঞ্জ করে। জুলাইয়ের পরিবর্তনের পর মানুষ এখন এমন নেতৃত্ব চায়, যারা সত্যিকারের জনতার প্রতিনিধি। আমার রাজনীতি বা পার্টির বয়স ৯ মাস, ৭০ বছরের পার্টি ও রাজনৈতিক দলের সাথে লড়াই করছি, এটা বুঝতে হবে। তাই তরুণ, নতুন, জনতার ভরসায় উঠে আসা নেতাদের দেখে অনেকে ভয় পায়- এটাই স্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে জনগণই, আর জনতার জয় নিশ্চিত।
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা- ৪ দেবীদ্বার নির্বাচনী এলাকায় প্রায় হাফ ডজনের উপরে প্রার্থীর নির্বাচনী প্রতিদ্ব›দ্বীতায় নামার আভাস পাওয়া যাচ্ছে।
হ্যাভীওয়েট প্রার্থীদের মধ্যে উক্ত আসনে দলের মনোনয়ন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) শাপলা কলি প্রতীকের হাসনাত আব্দুল্লাহ। এছাড়াও উক্ত আসন থেকে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী টানা ৪ বারের নির্বাচিত সাংসদ, বিএনপি জাতীয় কমিটির সদস্য ও কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী রয়েছেন। অপর প্রার্থী জামায়াত মনোনীত কুমিল্লা উত্তর জেলা সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম সহিদ রয়েছেন। এছাড়াও বাংলারদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য কাস্তে প্রতীকের কমরেড পরেশ কর, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র ছাতা মার্কার প্রার্থী কাজী কামরুল হাসান (সুমন), গনফোরামের প্রার্থী ডা. জামিল হোসেন খান, ইসলামী আন্দোলনের হাত পাখার প্রার্থী হাজী আব্দুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিশ’র রিক্সা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জল হোসাইন, খেলাফত আন্দোলনের ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা মো. মজিবুর রহমান’র নাম আলোচনা ও প্রচারনায় রয়েছেন। ==ছবির ক্যাশনঃ শনিবার (২২ নভেম্বর) জামাত প্রার্থী মো. সাইফুল ইসলাম’র সাথে ইউপি সদস্যের কথপো কথনের ভিডিও ক্লিপ ভাইরার হওয়া এবং একই দিন বিএনপি প্রার্থীর উঠান বৈঠকে বক্তব্য দানের ছবি। সংবাদ প্রকাশঃ ২৩-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com