কুমিল্লায় মাদক মামলার আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় ১১জন গ্রেফতার

সিটিভি নিউজ।। কুমিল্লা ধর্মপূরে অস্ত্রসহ মাদক কারবারিকে ধরলে পুলিশের উপর আক্রমন করার ঘটনার প্রেক্ষিতে আরো ০৫ জনসহ মোট ১১জন আসামী গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। পুলিশ জানায়, ধৃত আসামী ১। ইমরান হোসেন প্রকাশ ইমু প্রকাশ ইমন (২৮), পিতা-আব্দুল কালাম, মাতা-মৃত খোরশেদা বেগম, সাং- ধর্মপুর, (শাহআলম মেম্বরের বাড়ীর পিছনে), ২। সিয়াম (১৯), পিতা-বাবুল প্রকাশ বাবলা, মাতা-মৃত সেফালি, সাং-ধর্মপুর কলেজ রোড, আবুল ডাক্তারের বাড়ী, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ৩। পারভেজ (৩০), পিতা- মৃত মিজানুর রহমান, মাতা-মোসাঃ সাহেদা বেগম, সাং-মন্দবাগ রেইলস্টেশন, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, বর্তমান- ধর্মপুর (শাহাদাত মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), ৪। আবুল কাশেম প্রকাশ কাইশ্যা, (৫৫), ৫। আব্দুর রহমান (৩৮), উভয় পিতা-মৃত জহুর আলী, মাতা-সাফিয়া বেগম, সাং-ধর্মপুর রেইল গেইট, ৬। মাহফুজ (২৪), পিতা-সুমন মিয়া, মাতা-আমেনা মিয়া, সাং- পশ্চিম বাগিচাগাও, ৭। চামেলী (২৮), স্বামী-ফারুক, পিতা-আবুল কাশেম, সাং-ধর্মপুর মেম্বার বাড়ী, ৮। রুজিনা (৩০), স্বামী- রহমান পিতা-মফিজ, ৯। পাখি (৩২), স্বামী-মনসুর, পিতা-রেনু মিয়া, ১০। সুমি আক্তার (১৮), স্বামী-মোঃ রবিন হোসেন প্রকাশ রিমান, পিতা-মনসুর আলী, সর্ব সাং- সাং-ধর্মপুর মেম্বার বাড়ী, ১১। মোঃ মাহবুব আলম প্রকাশ মাসুম (৪৫), পিতা-মৃত আসমত আলী, মাতা-মৃত জামেলা খাতুন, সাং-বলরামপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা। সংবাদ প্রকাশঃ ২৩-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=