টেকনাফে ১৬ ঘন্টার অভিযানে ৯৪ হাজার ইয়াবা উদ্ধার-আটক ৪

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান টেকনাফ প্রতিনিধি ==== কক্সবাজার টেকনাফের নাফ নদী ও জালিয়ারদ্বীপজুড়ে ১৬ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে ৯৪ হাজার ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। একইদিন রাতে পৃথক তল্লাশিতে মোটরসাইকেলসহ আরও একজন ইয়াবা বহনকারীকে আটক করা হয়। মোট চারজন ধৃত এবং তিনজন পলাতক—মোট সাতজনকে চিহ্নিত করেছে বিজিবি।

বিজিবির তথ্যমতে, ,২১ নভেম্বর শুক্রবার ভোররাতে নদী পথে আসা দুই মিয়ানমার নাগরিককে শনাক্ত করে অভিযান শুরু হয়। ঘটনাস্থল জালিয়ারদ্বীপের মধ্য নদী থেকে প্রথমে ধরা পড়ে মো. ইব্রাহিম (১৮)। এরপর চিরুনি তল্লাশিতে আটক হয় পলাতক পাচারকারী মো. জুনায়েদ (১৫) এবং স্থানীয় সহযোগী আব্দুর রাজ্জাক (২০)। তাদের দখল ও তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় মোট ৯৪,০০০ ইয়াবা ট্যাবলেট।

এ ঘটনায় পলাতক রয়েছে আরও দুইজন—মোহাম্মদ জয়নাল (৩০) ও মোহাম্মদ রফিক (২৫)। দু’জনই টেকনাফের কেরানতলী এলাকার বাসিন্দা।

অপরদিকে, একইদিন রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভের হাবিরছড়া ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশিতে মোটরসাইকেলের ভেতর লুকানো ১২০ পিস ইয়াবাসহ আটক হয় মো. আরিফ (২৫)। তার সহযোগী মো. ইউসুফ (২০) পলাতক রয়েছে।

সব মিলিয়ে ধৃত ৪ জন, পলাতক ৩ জন—মোট ৭ জনকে চিহ্নিত করেছে বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও অপরাধ দমনে বিজিবির নজরদারি, প্রযুক্তি ও পেশাদারিত্ব আরও জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ও আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংবাদ প্রকাশঃ ২২-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন