সিটিভি নিউজ।। ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার =====হিউম্যান এইড ইন্টারন্যাশনাল (আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয় উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় জেলা কার্যালয়ে সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল হোসাইনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম। পরে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি খোরশেদ আলম।
সভায় বক্তব্য দেন—সিনিয়র সহ-সভাপতি মোঃ কেফায়েত উল্লাহ সাজ্জাদ, সহ-সভাপতি নজরুল ইসলাম, মোঃ বেলাল, মোঃ জামাল, সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম, পেকুয়া উপজেলা শাখার সভাপতি মোঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক এস. এম. ইকতেয়ার উদ্দিন, টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফরহাদ রহমান এবং মহিলা বিষয়ক সম্পাদক জিন্মাতুল নেছা জিন্নাত।
এছাড়া আলোচনায় অংশ নেন সদস্য মোহাম্মদ শফিক, ছরত আলম, মোঃ গিয়াস উদ্দিন, জান্নাতুল ফেরদৌস, অর্থ সম্পাদক নাছিমা আক্তার, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক জুবাইদা আক্তার।
উপস্থিত ছিলেন—মোঃ শাহরিয়ার মানিক, আবদু রহিম বাবু, সাইমন নেছা ইমাম, আইটি বিষয়ক সম্পাদক ইউছুফ আলী, মোস্তাক মিয়া প্রমুখ।
সিনিয়র সহ-সভাপতি মোঃ কেফায়েত উল্লাহ সাজ্জাদ বলেন, হিউম্যান এইড শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত এক পরিবার। জেলা কার্যালয় উদ্বোধন সংগঠনের কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করবে। আসন্ন কর্মশালা মানবাধিকার বিষয়ে সদস্যদের দক্ষতা বাড়াতে সহায়ক হবে।
সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম বলেন, সংগঠনকে আরও গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মানবাধিকার প্রশিক্ষণ, সচেতনতা ও মাঠপর্যায়ের কার্যক্রম জোরদারেই এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাধারণ সম্পাদক নুরুল হোসাইন বলেন, কক্সবাজার জেলা শাখা মানবাধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। নতুন কার্যালয় উদ্বোধন ও কর্মশালা কার্যক্রমে নতুন গতি যোগ করবে। তিনি জানান, এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক মানবাধিকার নেতা ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন এবং কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতি খোরশেদ আলম বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার পথচলায় ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্ববোধ অপরিহার্য। বড় আয়োজনকে সফল করতে সবার সমন্বিত প্রচেষ্টা দরকার। জেলা শাখার সদস্যদের আন্তরিকতা প্রশংসনীয়।
সভায় বক্তারা মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ মানবাধিকার চর্চাকে আরও শক্তিশালী করবে। আসন্ন অফিস উদ্বোধন ও কর্মশালা মানবাধিকার কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তারা আশা প্রকাশ করেন। সংবাদ প্রকাশঃ ২১-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com