পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন,সংবাদদাতা কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ীর পুকুরের পানিতে ডুবে আরিয়ান (২২ মাস) এবং সাদিয়া (২১ মাস) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরিয়ান উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাফেজ বাড়ীর প্রবাসী আহসান হাবীরের ছেলে এবং সাদিয়া একই বাড়ীর প্রবাসী সালাহ উদ্দিনের মেয়ে। নিহত দুইজনই আপন চাচাতো ভাই-বোন বলে জানা গেছে। দুপুরে তথ্যটি নিশ্চিত করেন নিহতদের চাচা মোসলেম মিয়া।
নিহতদের পরিবার ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে আরিয়ান ও সাদিয়া নিজ বাড়ীর পাশের পুকুর পাড়ে খেলা করছিলো। হঠাৎ খেলার ছলে পুুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। পরে পাশের বাড়ির আলমগীর হোসেনের স্ত্রী প্রতিবেশি ফারজানা বেগম পুকুরের উত্তর পাড় দিয়ে যাওয়ার সময় দুই শিশুকে পানিতে ভাসতে দেখে চিৎকার দিয়ে উঠেন। চিৎকার শুনে বাড়ির লোকজন দ্রুত তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এদিকে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহতদের পরিবার সহ সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারে বইছে শোকের মাতম। স্বজনদের গগনবিদারী কান্নায় যেন আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।
নিহতদের চাচা মোসলেম মিয়া বলেন, খেলার ছলে হঠাৎ করে দুই শিশু পানিতে পড়ে কিছুক্ষণ পর ভেসে উঠে। প্রতিবেশি এক নারী তাদেরকে পুকুরে ভাসতে দেখে। পরে আমরা তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সচেতন মহল জানান, কম বয়সী শিশুদের যতেœ মায়েদের আরো বেশি সতর্ক হতে হবে। বিশেষ করে পুকুরপাড়ে তাদেরকে কোনো অবস্থাতেই খেলতে দেয়া যাবে না। কারণ, ইতোপূর্বে খেলার ছলে পুকুরের পানিতে ডুবে অসংখ্য শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সুতরাং, আমাদেরকে ছোট শিশুদের সার্বিক বিষয়ে আরও সচেতন হতে হবে এবং সজাগ দৃষ্টি রাখতে হবে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান, নাঙ্গলকোট উপজেলার পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনরা নিহত শিশুদের লাশ নিয়ে গেছে। সংবাদ প্রকাশঃ ২১-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=