সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/============
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। বরং মেধা, দক্ষতা আর সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তারাও সমাজ, দেশ ও জাতির সম্পদে পরিণত হচ্ছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে কুমিল্লার দেবীদ্বার ইউএনও’র সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ‘প্রতিবন্ধী শিশুদের মূল¯্রােতধারায় অন্তর্ভূক্তিতে সমাজ সেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনারে’র মূল প্রতিবেদনে এসব কথা বলা হয়।
প্রতিবেদনে আরো বলা হয়, আমাদের সমাজ ব্যবস্থায় প্রতিবন্ধী শিশুদেরকে অনেকটা হেয় করে অথবা নিচু চোখে দেখা হয়। তাদেরকে ভিক্ষাবৃত্তিতে উদ্ভ‚দ্ধ করা কিংবা সাহায্য দিয়ে দায় মুক্ত হই। প্রকৃতপক্ষে প্রতিবন্ধী শিশুরাও যে অনেক প্রতিভাবান হতে পারে সেটা একদমই বুঝতে চেষ্টা করি না। প্রতিবন্ধী হওয়া সত্তে¡ও অনেক শিশুই নিজেদের মেধা আর দক্ষতার বিকাশ ঘটিয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এগুলো কিন্তু আমাদের চোখের সামনেই ঘটছে। শত বাধা বিপত্তি পার করে তাদের সফলতার সংবাদ প্রায়ই দেখা যায়।
আমরা আমাদের দৃষ্টিভঙ্গী পাল্টে তাদেরকে জানার জন্য শিক্ষা, কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ, স্বাবলম্বী হতে আর্থিক সহযোগীতাসহ স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে হবে। সমাজসেবা অধিদদপ্তর প্রতিবন্ধীদের জন্য আলাদা আইন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাসহ সকল মৌলিক অধিকার সংরক্ষনে কাজ করছে।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম’র সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হেসেন’র সঞ্চালনায় সেমিনারে প্রতিবেদন উপস্থাপন করেন, সমাজসেবা অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী।
উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর কুমিল্লার সহকারি পরিচালক ফারহানা আমিন, তারিক সালমান।
আলোচনায় অংশনেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, মফিজ উদ্দিন আহমদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, দেবীদ্¦ার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সাংবাদিক আব্দুল আলীম প্রমূখ।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ‘সেমিনারে’ অতিথিদের ছবি। সংবাদ প্রকাশঃ ২১-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com