চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে বেধড়ক মারধর, শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে ইয়াছমিন (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা ওই নারীর শ্লীলতাহানীর চেষ্টা করেছে বলেও অভিযোগ জানান ভুক্তভোগির পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিনগর ইউনিয়নের বসন্তপুর গ্রামে। ভুক্তভোগি ওই নারী একই গ্রামের কুয়েত প্রবাসী এনামুল হকের স্ত্রী। এ ঘটনায় ভুক্তভোগি ইয়াছমিন তার প্রতিবেশী একই গ্রামের মৃত হাজী কালা মিয়ার ছেলে মো. শামছুল হক (৬০), মো. আদম হক (৪৫) ও মো. নুরুল হক (৫৮) এর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগি ইয়াছমিন ও অভিযুক্তরা একই বাড়ীর বাসিন্দা। অভিযুক্তরা সম্পর্কে ভিকটিমের ভাশুর হয়। দীর্ঘদিন ধরে তাদের সাথে ভুক্তভোগির স্বামী এনামুল হকের জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত শামছুল হক, আদম হক এবং নুরুল হক দীর্ঘদিন যাবৎ স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূ ইয়াছমিনকে বিভিন্নভাবে অপমান-অত্যাচার ও শারীরিকভাবে লাঞ্ছনা সহ বিভিন্ন প্রকার নির্যাতন করে আসছিলো। ঘটনার দিন গত মঙ্গলবার সকাল আটটায় অভিযুক্তরা একে অপরের যোগসাজসে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইয়াছমিনকে গালমন্দ করতে থাকে। বিষয়টি নিয়ে ইয়াছমিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করিলে তারা তার উপর ক্ষিপ্ত হয়। এ সময় বিনা কারণে এবং বিনা উস্কানিতে ইয়াছমিনের উপর হামলা করে তাকে বেধড়ক মারধর করে। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুসি, লাথি-উষ্ঠা মারিয়া নীলা-ফুলা জখম সহ গুরুতর আহত করে। শোর-চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে চিকিৎসকের পরামর্শে এখন তিনি নিজ বাসায় সম্পর্ণ বিশ্রামে রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগি ওই নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার বিকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।
এ বিষয়ে ভুক্তভোগি ইয়াছমিন জানান, গতকাল আমাকে বেধড়ক মারধর করে আমার ভাশুরেরা। আজ প্রায় ১৭ বছর ধরে তারা আমাকে বিভিন্নভাবে জ¦ালাতন করে আসছে। আমার স্বামী প্রবাসে থাকায় ছোট ছোট ছেলে-মেয়ে নিয়ে বাড়ীতে আমি একা থাকি। এই সুযোগে তারা পরিকল্পিতভাবে আমাকে মারধর করে এবং শ্লীলতাহানীর চেষ্টা করে। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি হামলাকারীদের কঠোর শাস্তির দাবি করছি।
ভিকটিম ইয়াছমিনের মাতা নূরজাহান বেগম ও ছেলে আনিসুল হক বলেন, আজ অনেক বছর যাবৎ তারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। গত মঙ্গলবার সকালে তারা পরিকল্পিতভাবে বেধড়ক মারধর করে। প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই আমরা।
এ বিষয়ে প্রধান অভিযুক্ত শামছুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। পরে তিনি ফোনকলটি কেটে দেন।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো. নুরুল আমিন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাদী-বিবাদী উভয়ের সাথে কথা হয়েছে। জমি সংক্রান্ত্র বিরোধের ফলে এমন ঘটনা ঘটেছে। উভয়পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেছি।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ প্রকাশঃ ১৯-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=