গোমতী নদীর প্রাণ ফিরাতে মুরাদনগরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর এলাকায় কচুরিপানায় অবরুদ্ধ থাকা গোমতী নদীকে পুনরায় সচল করতে যান্ত্রিক পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ==================
দীর্ঘ নয় বছর ধরে কচুরিপানায় অবরুদ্ধ থাকা গোমতী নদীকে পুনরায় সচল করতে যান্ত্রিক পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। আধুনিক হারভেস্টার মেশিনের সহায়তায় কচুরিপানা সরিয়ে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার এই কার্যক্রমটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর এলাকায় সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান এই অভিযানের উদ্বোধন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, ধামঘর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলিউল্লাহ ও ইউপি সচিব নাইম সরকারসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে এই অভিযানে স্বস্তির ছাপ দেখা দিয়েছে। স্থানীয়রা নদীটি সচল হলে সেচের পানি পাওয়া, মাছ ধরা ফিরে আসা এবং জীবিকার উন্নতি হবে বলে আনন্দ প্রকাশ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ধাপে ভুবনঘর এলাকায় কাজ শুরু হলেও, পর্যায়ক্রমে পুরো গোমতী নদী জুড়েই এই অভিযান চলবে। পাশাপাশি নদী দখল, দূষণ ও বর্জ্য ফেলা রোধে জনসচেতনতা বাড়াতে প্রচারণাও চালানো হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, ব্যবহৃত হারভেস্টার মেশিনটি প্রতিদিন কয়েক টন কচুরিপানা অপসারণে সক্ষম। এর ফলে নদীর পানি প্রবাহ দ্রæত স্বাভাবিক হবে এবং নদীপাড়ের জীববৈচিত্র্য ও পরিবেশ তার পূর্বাবস্থায় ফিরবে। পরিবেশবাদী সংগঠনের সদস্যরা মনে করছেন, এমন প্রযুক্তিগত উদ্যোগ নদী পুনরুদ্ধারের মাধ্যমে কৃষি, মৎস্যসম্পদ ও স্থানীয় অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান বলেন, প্রযুক্তির সহায়তায় গোমতী নদীকে আবারও তার স্বাভাবিক রূপে ফিরিয়ে আনতে প্রশাসন বদ্ধপরিকর। তিনি মনে করেন, এই উদ্যোগ নদী উদ্ধার ও পরিবেশ রক্ষার একটি নতুন মাইলফলক হিসেবে কাজ করবে। সংবাদ প্রকাশঃ ১৯-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন