দেবীদ্বারঃ দুই শিক্ষককে অবসর জনিত সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহাম্মদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার দুই অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ এবং ২০২৫ অর্থ বছরের আলিম পরীক্ষায় শতভাগ পাস করায় কৃতি শিক্ষার্থী, গত এক দশকে জিপিএ ৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব জামাল হোসেনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মাওলানা শহিদুল্লাহ ভূইয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আব্দুস সামাদ, চাপাতলী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী, অত্র প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুস মিয়া, মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার প্রমূখ ব্যাক্তিবর্গ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন। মো. জহিরুল ইসলাম সরকার, কামাল হোসেন সরকার, সোলায়মান কবির মাসুম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শাহআলম খান ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন মুন্সি।
আলোচনা সভায় বক্তারা প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘ ও সফল কর্মজীবনের জন্য কৃতজ্ঞতা জানান।
পরে নবাগত তিন শিক্ষককে বরণ, আমন্ত্রিত অতিথি, দাতা সদস্য এবং কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। সংবাদ প্রকাশঃ ১৯-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন