চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম সংবাদদাতা কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় একটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ভয়াবহতায় বসতঘরে সংরক্ষিত নগদ টাকা, স্বর্ণালঙ্কার, টিভি, ফ্রিজসহ ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে যাওয়া সহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটে গত শনিবার সন্ধ্যায় উপজেলার পৌর সদরের পূর্ব ধনমুড়ী গ্রামের মৃত ওবায়দুল হকের বাড়ীতে। তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান সুজন।
প্রত্যক্ষদর্শী সূত্রে ও ভুক্তভোগি ওবায়দুল হকের মেয়ে জামাতা আব্দুল করিম জানান, শনিবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা সমগ্র ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় শিশুসহ পরিবারের সদস্যরা প্রাণ রক্ষার্থে এক কাপড়ে ঘর থেকে বেড়িয়ে যেতে সক্ষম হয়।
আব্দুল করিম আরও জানান, ভয়াবহ এই আগুনে আমার শ্বশুড়ের পরিবার সর্বস্ব হারিয়ে এখন পথে বসার উপক্রম। আগুনে বসতঘরের বিভিন্ন আসবাবপত্রসহ পুড়ে যাওয়া সহ অন্তত ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষতি কীভাবে সামলে উঠবেন আল্লাহই ভালো জানেন।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান সুজন বলেন, অগ্নিকান্ডের সংবাদ পাওয়া মাত্রই তড়িৎ গতিতে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় অনুমান ১০-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। সংবাদ প্রকাশঃ ১৭-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=