দেবীদ্বার: অপহরণপূর্বক ৫ মাস আটকরেখে কিশোরী ধর্ষণ মামলার আসামী রিপন গ্রেফতার

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=============
কুমিল্লার দেবীদ্বারে ১৫ বছর বয়সী এক কিশোরীকে প্রেমিকের সাথে বিয়ে দেয়ার প্রলোভনে অপহরণপূর্বক প্রায় ৫ মাস ধরে বিভিন্ন জায়গায় রেখে ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামী রিপন(৩৫)’কে সোমবার (১৭ নভেম্বর) ভোরে গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আটক রিপন দেবীদ্বার পৌর এলাকার দেবীদ্বার গ্রামের উত্তরপাড়ার আক্কাস আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে সোমবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও মামলার এজহারে বর্নিত তথ্যানুযী জানা যায়, মামলার অভিযুক্তরা গত ২৩ মে সকাল ৭টায় ভিক্টিম কিশোরী(১৫)’কে তার প্রেমিক মামুনের সাথে বিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়ির সামনে থেকে সিএনজি যোগে অপহরণ করে কুমিল্লা ময়নামতি ক্যান্টনম্যান্টে নিয়ে যায়। সেখান থেকে বাস যোগে ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর এলাকার তাছলিমা আক্তার (৩৭) স্বামী অজ্ঞাত এর ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে ভাড়া বাসায় বিভিন্ন ভয় দেখিয়ে তাকে একাধিকবার জোরর্পূবক ধর্ষণ করে। তারপর গত ৩০ আগস্ট ফের বুড়িচং উপজেলার রামপালে শহিদুল্লাহ নামে ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া মামলার আসামীরা ভিকটিমকে ফের ধর্ষণ করে। সেখান থেকে ভিকটিম ওই তরুণী পালানোর চেষ্টা করেও পরেনি। পরে একদিন অজ্ঞাত একটি নাম্বার দিয়ে ফোন করে জানালে আমরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসি।
ওই ঘটনায় গত ৯ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১)/৩০’র ২০০০ ধারায় ৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। (মামলা নং- ০৫।) গ্রেফতার হওয়া রিপন ছাড়াও মামলায় অভিযুক্ত অন্যান্য আসামীরা হলেন, দেবীদ্বার উপজেলার ধলাহাস গ্রামের মৃত আম্বর আলীর পুত্র মোঃ দুলাল (৪৫), ও একই গ্রামের মৃত দুলা মিয়ার পুত্র শামীম (৪২), বুড়িচংয়ের মালেকা বেগম (৪৫), বুড়িচংয়ের সমেশপুরের মৃত: আব্দুর রশিদ এর পুত্র দুলাল মিয়া (৫৬) ও ঢাকার আব্দুল্লাহপুরের তাছলিমা (৩৭)।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইয়াসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিপন নামে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
ছবির ক্যাপশনঃ কুমিল্লার দেবীদ্বারে ১৫ বছর বয়সী এক কিশোরীকে প্রেমিকের সাথে বিয়ে দেয়ার প্রলোভনে অপহরণপূর্বক প্রায় ৫ মাস ধরে বিভিন্ন জায়গায় রেখে ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলার গ্রেফতার হওয়া অন্যতম আসামী রিপন(৩৫)’র থানা থেকে সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ১৭-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন