সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/================
কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দশম শ্রেণির শিক্ষার্থী আবু বকর হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা বিল্লাল হোসেন গাজী (৩৮)’কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত বিল্লাল হোসেন গাজী উপজেলার খয়রাবাদ গ্রামের মৃত ফজলুল হকের পুত্র এবং জাফরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি সাংবাদিক শফিউল আলম রাজীবের ওপর সন্ত্রাসী হামলা মামলারও আসামি। স্থানীয়রা জানান, তিনি জাফরগঞ্জ ইউপি সন্ত্রাসী চেয়ারম্যান জাহিদুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী আবু বকরকে কলেজ রোডে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় বিল্লাল হোসেন গাজী দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাংচুর, আতঙ্ক সৃষ্টিসহ সাংবাদিককে মারধরের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন বলেন, “বিল্লাল গাজীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সন্ত্রাসী কার্যক্রম, হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর প্রমাণ পাওয়া গেছে। সাংবাদিকের ওপর হামলার মামলায়ও তিনি অভিযুক্ত। তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।”
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে হত্যার চেষ্টা মামলায় গ্রেফতার হওয়া যুবলীগ নেতা বিল্লাল হোসেন গাজীর সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ১৭-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com