চৌদ্দগ্রামে জামায়াত নেতার পিকআপ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন,চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা কুমিল্লা:=== কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক শিবির নেতা, বর্তমান জামায়াত নেতা ফজলুল হক মোল্লার একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুনকরা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। সংবাদ পেয়ে পিকআপের মালিক, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় পিকআপ ভ্যানটি পুরোপুরি পুড়ে গেছে। পিকআপ মালিক চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সাবেক ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ও পৌরসভা জামায়াতের একনিষ্ট কর্মী ফজলুল হক মোল্লা। তিনি চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমুড়ি গ্রামের বাসিন্দা।
তিনি বলেন, প্রতিদিনের মতো গতকাল রাতে আমার পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো-ন-১৫-২২৪১) মহাসড়কের পাশে আমার বাড়ির সন্বিকটে ডিভাইডারের কাছে রাখা ছিল। সোমবার ফজরের নামাজের পর গাড়িটি ফেনী থেকে মাছ আনার জন্য ভাড়ায় যাওয়ার কথা ছিল। এর আগেই ভোরে মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পিকআপটি পুড়িয়ে দেয়। আমার জীবিকার একমাত্র সম্বল ছিল এই গাড়িটি। আমি এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন বলেন, একজন মানুষের জীবিকার একমাত্র সম্বল পুড়িয়ে দেওয়া নিন্দনীয় কাজ। এ ঘটনা যারা করেছে তাদের বিচারের দাবি জানাই।
মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মহাসড়কের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে। পুড়ে যাওয়া গাড়িটি থানায় আনা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, দুর্বৃত্তরা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে। গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি। সংবাদ প্রকাশঃ ১৭-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=