কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফেল থেকে পাস ১০৮ শিক্ষার্থী

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি ===========
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ৫৮৭ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ১০৮ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ ৫ লাভ করেছে ২৩ জন।
রোববার সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন জানান, এ বছরের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ১৮১ শিক্ষার্থী ৯৪ হাজার ৬৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেন। এর মধ্যে ৫৮৭ জনের ফল পরিবর্তন হয়ে ২৩ জন জিপিএ ৫ লাভ করেন। এ ছাড়াও ১০৮ জন ফেল থেকে পাস করেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম জানান, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণ নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে ফলাফল প্রকাশিত হয়েছে।
এ বছর এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ ভাগ। জিপিএ ৫ পেয়েছিলেন ২ হাজার ৭০৭ জন। সংবাদ প্রকাশঃ ১৬-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=