সিটিভি নিউজ।। স্টাফ রিপোর্টার : ১৪ নভেম্বর বিকাল তিনটায় কুমিল্লা নজরুল ইন্সটিটিউটের (মুক্তমঞ্চে) সমতটের কাগজ-এর ৯ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা, কবিতাপাঠ, গুণিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক-গবেষক ড. সাহেদ মন্তাজ। কুমিল্লা প্রেসক্লাবর সাবেক সভাপতি-বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহিরুল হক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা-রোটারিয়ান আলহাজ্ব আনিসুর রহমান আখন্দ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জনপ্রিয় উপস্থাপক-কবি-সাহিত্যিক জিন্নাহ চৌধুরী, বিশিষ্ট নজরুল গবেষক-অধ্যাপক আলী হোসেন চৌধুরী, অধ্যাপক ও সৃজনশীল ব্যক্তিত্ব সুপ্রতিম বড়ুয়া, বিশিষ্ট গীতিকার সফিকুল ইসলাম ঝিনুক, জনপ্রিয় সংগীত শিল্পী কাজি জাকারিয়া, কুমিল্লা প্রেসক্লাবের সহসভাপতি মাহাবুব আলম বাবু, এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন ও কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন। সম্মানিত অতিথি ছিলেন কাব্যকথা সাহিত্য পরিষদ কুমিল্লার সভাপতি রসিক কবি আবদুল কাইয়ুম, অধ্যাপক-সৃজনশীল লেখক রাহুল তারণ পিন্টু, কবি-সৃজনশীল লেখক মামুন কবির চৌধুরী, দৈনিক কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, চট্টগ্রাম থেকে আগত কবি-সাহিত্যিক-প্রাবন্ধিক রূপম চক্রবর্তী, কবি-সৃজনশীল লেখক-আবৃত্তিশিল্পী প্রতিমা দাশ, জনপ্রিয় বিজ্ঞান লেখক অনিক শুভ, কবি-লেখক-শিক্ষক পারভীন আকতার, কবি-শিশুসাহিত্যিক শিপ্রা দাশ, কবি-শিক্ষক সুচিত্রা ভট্টাচার্য, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জনপ্রিয় উপস্থাপক-আবৃত্তিশিল্পী তহুরা পিংকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমতটের কাগজ-এর সম্পাদক জামাল উদ্দিন দামাল। অনুষ্ঠানটি তিনটি পর্বে বিন্যাস করা হয়। অনুষ্ঠানে শিল্পের বিভিন্ন শাখায় সমতটের কাগজ-এর গুণিজন সম্মাননা-২০২৫ প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মাহাবুব, অধ্যাপক-আবৃত্তিশিল্পী সুলতানা পারভীন দিপালী, কবি উত্তম বহ্নি সেন, কবি খলিলুর রহমান শুভ্র, লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়, এপেক্সিয়ান আব্বাস উদ্দিন, নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, কবি দেলোয়ার হোসেন জীবন। কবিতা পাঠ করেন কবি বশির আহমেদ, কবি প্রতিমা দাশ, কবি পারভীন আক্তার, কবি শিপ্রা দাশ, কবি বিলাস চৌধুরী, কবি সাদ বিন ইউসুফ, কবি এমদাদুল হক ইয়াছিন।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে অন্তরা শিক্ষালয় ঠাকুরপাড়া কুমিল্লার জনপ্রিয় শিল্পীরা, গুণীশিল্পী ইমরান মাসুদ, কবি হালিম আবদুল্লাহ, গীতিকার শিহাব উদ্দিন, শিল্পী সুলক্ষ্মনা চন্দ্রা, কুমিল্লার লাকসাম থেকে আগত শিল্পী চুমকী সিংহ ও সংগীতশিল্পী ও সুরকার ভূষণ সূত্রধর। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন কবি শিপন মানব ও এডভোকেট মোহাম্মদ জাফর আলী ও কবি বিলাস চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি ড. সাহেদ মন্তাজ বলেন, সমতটের কাগজ ২০১৬ সালে আত্মপ্রকাশের পর থেকেই সাংবাদিকতা-শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনকে ঋদ্ধ করতে নিরলসভাবে কাজ করছে। পত্রিকাটির আয়োজনে বর্ষপূর্তিতে দুটি আয়োজন করে থাকে। একটি কুমিল্লায় আরেকটি রাজধানী ঢাকায়। অত্যন্ত পরিচ্ছন্ন, গোছানো দুটি আয়োজনে শিল্পের বিভিন্ন শাখায় কাজ করে যাওয়া গুণীদের তুলে আনতে পত্রিকার সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। শিল্পের একনিষ্ঠ সেবক তিনি। বহু শ্রমে-ত্যাগে তিনি সমতটের কাগজ-এর এই শৈল্পিক আয়োজন করে থাকেন। অর্থাৎ সমতটের কাগজ সাংবাদিকতা-শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনকে ঋদ্ধ করতে চমৎকার কাজ করে যাচ্ছে। যা নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে। আমি আগামী দিনগুলিতে পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সংবাদ প্রকাশঃ ১৬-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com