কুমিল্লার মুরাদনগরে পাঁচ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া তিন শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে আটক সাদ্দাম হোসেনকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ============
কুমিল্লার মুরাদনগরে পাঁচ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া তিন শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে আটক যুবককে শনিবার দুপুরে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত সাদ্দাম হোসেনকে (৩০) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ক্ষুব্ধ গ্রামবাসী। সে উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে মাদ্রাসা ছুটি শেষে তিন শিশু একসঙ্গে বাড়ি ফিরছিল। পথিমধ্যে অভিযুক্ত সাদ্দাম হোসেন তাদের চিপসের লোভ দেখিয়ে একটি বসতঘরে নিয়ে যায় এবং সেখানে শিশুদের ওপর যৌন নির্যাতন চালায়। পরে এক শিশু তার দাদিকে ঘটনাটি জানালে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।
শনিবার সকালে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটকপূর্বক ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার কবল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রায়তলা গ্রামের বাসিন্দা শামীম আহমেদ অভিযোগ করে বলেন, ঘটনাটি একটি প্রভাবশালী পক্ষ সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। আগেও এ ধরনের বহু ঘটনা সালিশে মীমাংসা করে চাপা দেওয়া হয়েছে। আমরা চাই এই ভয়াবহ অপরাধের জন্য তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। অন্যথায় সমাজে এ ধরনের ঘটনা আরও বাড়বে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, তিন কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৬-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com