এ কলেজ একদিন আন্তর্জাতিক টেকনোলজিতে রূপ নিবে- সচিব নজরুল ইসলাম

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা == বুড়িচংয়ে সকাল-সন্ধ্যা আনন্দে মেতেছিল ফজলুর রহমান মেমোরিয়াল কলেজের সাবেক বর্তমান শিক্ষার্থীরা রি- ইউনিয়ন অনুষ্ঠানে।
বুড়িচং উপজেলার স্বনামধন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির দুই যুগ পূর্তি ও সাবেক-বর্তমানদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এই কলেজকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুলইসলাম।
তিনি বলেন, আমার জীবনের অনেকটা সময় এই প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করেছি। শুরু থেকে এ পর্যন্ত সকল কার্যক্রমে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছি। আমাকে প্রধান অতিথি না করলেও আম এই অনুষ্ঠানে উপস্থিত থাকতাম। এই কলেজ একদিন একদিন বিশ্ববিদ্যালয় হবে এবং আন্তর্জাতিক খ্যাতি লাভ করবে।
১৫ ই নভেম্বর শনিবার সারাদিন ব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে, কলেজের দুই যুগ পূর্তি ও সাবেক-বর্তমানদের মিলনমেলায় এক উৎসবে রাখে কলেজ প্রাঙ্গন।
ফজলুর রহমান মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দীন ও সাবেক ছাত্র সাংবাদিক এম হাসান চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের।
দুই যুগ পূর্তি ও রি-ইউনিয়ন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব সাবেক বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান , কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা) আলী রাজীব ও বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভির হোসেন।
আরও উপস্থিত ছিলেন কুমিলা-৫ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ড.এডভোকেট মোবারক হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মুহাম্মদ আব্দুল আউয়াল উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মুহাম্মদ অহিদুর রহমান, প্রধান শিক্ষক মুহাম্মদ কবির হোসেন প্রমূখ।
সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নানা রকম আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষার্থীরা। প্রথম ধাপে আলোচনা সভা ও বিকেলের মনোরঞ্জনের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে উচ্ছাসে ভাসিয়ে রাখে।
এসময় কলেজের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও অভিভাবক গন উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ১৬-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=