বরেন্দ্র অঞ্চলে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান =====বরেন্দ্র অঞ্চলে আমন ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোনো বিপর্যয় না ঘটলে কৃষকের বাড়ির আঙিনা সোনালি ধানে ভরে উঠবে। আগামী ৫-৬ দিনের মধ্যে আগাম জাতের ধান কাটা-মাড়াই শুরু হবে। তবে পুরোদমে কাটা-মাড়াই শুরু হতে আরও ১০ থেকে ১৫ দিন বাকি। এ জন্য কৃষাণ-কৃষাণিরা খলা-আঙিনা পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় বাজারে ধানের দামও ভালো রয়েছে। এ মৌসুমে কৃষকরা অধিক মুনাফা লাভ করবে বলে আশা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলার ১১টি উপজেলায় ১ লাখ ৯৬ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চলতি আমন মৌসুমে কৃষকদের কাঙ্খিত ফসল অর্জনে প্রতিটি ব্লক পর্যায়ে গিয়ে ক্যাম্পেইনসহ নানা ধরণের পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়াও মাজড়াপোকা এবং অন্যান্য আবাদ বিনষ্টকারী পোকার আক্রমণ থেকে বাঁচতে উপ-সহকারি কৃষি কর্মকর্তারা পাচিং সহ আধুনিক পদ্ধতি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করছেন।
ধান চাষী পাঞ্জু সর্দার,সিদ্দিকুর রহমান,মাসুদ রানা জানান ক্ষেতে রোগ-বালাই ও পোকা মাকড় আক্রমণ করলেও কৃষি অফিসের পরামর্শে তারা সঠিক সময়ে সার ও কীটনাশক প্রয়োগ করেছেন। ৫-৬ দিনের মধ্যে কাটা-মাড়াই শুরু হবে। গত মৌসুমের ন্যায় এবারও বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা। সংবাদ প্রকাশঃ ১৪-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=