রামুর টমটম চালক সোহেল হত্যা: মূল আসামি জসিম উদ্দিন অবশেষে র‌্যাবের হাতে

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার সংবাদদাতা জানান ===কক্সবাজারের রামুতে টমটম চালক সোহেল হত্যার প্রধান পরিকল্পনাকারী ও মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি জসিম উদ্দিন অবশেষে ধরা পড়েছে। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ চট্টগ্রামের সাতকানিয়ার পুরানঘর ইউনিয়নের ফকিরখিল কুমারপাড়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গত ২ আগস্ট টমটম নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন সোহেল। সেই রাতে আর বাড়ি ফেরেননি। পরদিন রামুর রশিদনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি নালায় তার রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে—তিনজন আসামি সেদিন ভাড়া নেওয়া টমটমে এলাকাজুড়ে ঘোরাঘুরি করে পরিকল্পিতভাবে সোহেলকে হত্যা করে টমটম ছিনিয়ে নেয়। পরে সোহেলের পরিবার রামু থানায় হত্যা মামলা দায়ের করে।

ঘটনার পর থেকেই র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি চালাতে থাকে। তদন্তে নিশ্চিত হওয়ার পর গত ১৩ নভেম্বর বিকেলে র‌্যাব-১৫ সদর ব্যাটালিয়ন ও সিপিসি–৩ বান্দরবান ক্যাম্পের যৌথ টিম প্রযুক্তির সহায়তায় সাতকানিয়া ফকিরখিল এলাকায় অভিযান চালায় এবং মূল পরিকল্পনাকারী মো. জসিম উদ্দিন (২৫)–কে গ্রেফতার করে।

এর আগে একই মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মনসুর আলমকে রামুর ঈদগড় পাহাড়ি এলাকা থেকে এবং সহযোগী আসামি ইব্রাহিমকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছিল র‌্যাব।

গ্রেফতার হওয়া জসিম উদ্দিন রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া মুড়া পাড়ার মৃত আব্বাস উদ্দিনের ছেলে। র‌্যাব জানায়, আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য রামু থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৪-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন