সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে দীর্ঘ ১৭ বছর পর ঐতিহ্যবাহী গুনবতী হাইস্কুল মাঠে আগামীকাল (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এর ঐতিহাসিক নির্বাচনী জনসভা। গুনবতী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জোয়ার সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ জনসভাকে ঘিরে স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সাজ সাজ রবে সেজেছে ইউনিয়নের প্রতিটি সড়ক। বিভিন্ন ব্যানার-ফেস্টুনে ছেড়ে গেছে ইউনিয়নের প্রধান প্রধান রাস্তা-ঘাট, গ্রামীণ সড়কের প্রতিটি গলি। উক্ত জনসভার সার্বিক প্রস্তুতি সম্পর্কে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন জামায়াতে ইসলামী।
গুনবতী হাইস্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জনসভার সার্বিক প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও জনসভা বাস্তবায়ন কমিটির সভাপতি মো. আইয়ুব আলী ফরায়েজী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গুনবতী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জনসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আ. ন. ম. মেশকাত উদ্দিন সেলিম, গুনবতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. ইউছুফ মেম্বার, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর গুনবতী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামীকাল বিকালে স্মরণকালের সেরা একটি জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০ থেকে ২৫ হাজার মানুষের জনসমাগমের বিষয়টি মাথায় রেখে এ জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অতীত ইতিহাসে গুনবতীতে এত বড় জনসভার আয়োজন হয়নি। ভবিষ্যতে হবে কী না তা শুধুমাত্র মহান আল্লাহই ভালো জানেন। ইতিমধ্যে জনসভার প্যান্ডেলের কাজ প্রায় ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। রাতের মধ্যে বাকী কাজগুলো সমাপ্ত হবে ইনশাআল্লাহ। জনসভাকে কেন্দ্র করে দলীয় বাছাইকৃত নেতাকর্মীদের দিয়ে তৈরীকৃত শৃঙ্খলা ও নিরাপত্তা বিভাগ, অভ্যর্থনা বিভাগ সহ সকল বিভাগের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আমাদের নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ভাইকে শোভাযাত্রার মাধ্যমে অভ্যর্থনা দিয়ে মহাসড়কের পদুয়া রাস্তার মাথা থেকে রিসিভ করার লক্ষ্যে অন্তত ২০০ মোটরসাইকেলের শোভাযাত্রা বহর প্রস্তুত রয়েছে। গুনবতী বাজারের শৃঙ্খলা রক্ষার্থে এবং যানজট প্রতিরোধে ওয়ানওয়ে যাতায়াত নিশ্চিতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় নেতা, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এর শুভাগমন উপলক্ষে ইতিমধ্যে অত্র এলাকায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষের মাঝে খুশির জোয়ার বইছে। প্রায় ১৭ বছর পর এমন একটি জনসভা গুনবতী ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারফলে জাতীয় নেতা ডা. তহেরকে একনজর দেখতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তার বক্তব্য শোনার জন্য গুনবতীবাসী অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছে। গুনবতী ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের জোয়ার বইছে। এ এলাকার মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে মুখিয়ে আছে। আশা করছি, আগামীকালের এ জনসভার মাধ্যমে জনগণের বিভিন্ন আকাঙ্খার প্রতিফলন ঘটবে। গুনবতীর এ জনসভাটি আগামীকাল জনসমুদ্রে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। এ সময় তারা উপস্থিত সাংবাদিক, বিশাল এ জনসভার সার্বিক আয়োজনে আন্তরিক সহযোগিতা করার জন্য ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সমগ্র ইউনিয়নের সাধারণ মানুষদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন লিটন, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুল হামিদ নাজিম, জামায়াত নেতা আবু সাঈদ মজুমদার, জাফর আহমেদ শিপন, আবুল হোসেন, মো. নাসির উদ্দিন, মো. কপিল উদ্দীন মাহমুদ সহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ১৪-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com