সিটিভি নিউজ।। বাহার রায়হান কুমিল্লা সংবাদদাতা জানান ====
প্রায় চার শতাব্দী পুরাতন ঐতিহাসিক কুমিল্লা জগন্নাথ মন্দিরের দখলকৃত জমি উদ্ধারে প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে ৬ শতক জমি উদ্ধার করা হয়।
মন্দির কর্তৃপক্ষ জানান, প্রতিষ্ঠার সময় মন্দিরটির জমির পরিমাণ ছিল প্রায় ১২০ একর। বর্তমানে তা কমে মাত্র ২০ একরে নেমে এসেছে। দখলকৃত বাকি জমি উদ্ধারে সরকারের সহযোগিতা কামনা করেছেন মন্দির কমিটি।
অন্যদিকে দখলে থাকা কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন,
> “আমরা প্রায় ৭০ বছর ধরে এখানে বসবাস করছি। কোনো নোটিশ না দিয়েই আমাদের উচ্ছেদ করা হয়েছে।”
জানা যায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথ মন্দিরের সামনে ওই জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন মরহুম আব্দুল গফুর নামের এক ব্যক্তির পরিবার। তাদের দাবি,
> “আমাদের পূর্বপুরুষের সময় থেকেই আমরা এখানে বসবাস করছি। এই জমি নিয়ে মামলা চলমান, কিন্তু হঠাৎ আজ কোনো পূর্বঘোষণা ছাড়াই উচ্ছেদ করা হয়েছে।”
এ বিষয়ে হিন্দু সম্প্রদায়ের নেতা এডভোকেট তাপস বকসি বলেন,
> “এটি চার শত বছরের পুরোনো মন্দির। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষিত কীর্তি হিসেবে নিয়েছে। মন্দিরের ঐতিহ্য রক্ষায় দখলকৃত জমি উদ্ধারের পদক্ষেপ একান্ত প্রয়োজন।”
অভিযানে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান, এসিল্যান্ড (সদর, কুমিল্লা) বলেন,
> “আমরা জেলা ও দায়রা জজ আদালতের নির্দেশ অনুযায়ী অভিযান পরিচালনা করেছি। আদালতের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবেই এই ভূমি উদ্ধার করা হয়েছে।”
অন্যদিকে মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লার সাবেক জিপি এডভোকেট তপন বিহারী নাথ বলেন,
> “আদালতের রায় বাস্তবায়নে আমরা সন্তুষ্ট। এই ভূমি উদ্ধার মন্দিরের মর্যাদা পুনঃস্থাপনের একটি ইতিবাচক পদক্ষেপ।”
জানা গেছে, জমি দখল সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা বর্তমানে আদালতে চলমান রয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরবর্তী ধাপেও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই দখলকৃত জমি উদ্ধারের কার্যক্রম অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৩-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com