টেকনাফে ৩০ লক্ষ টাকার মুক্তিপণ দাবিতে অপহৃত কলেজ ছাত্র উদ্ধার

সিটিভি নিউজ।।ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==============কক্সবাজারের টেকনাফে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহৃত টেকনাফ সরকারি ডিগ্রি কলেজের ছাত্র হাসান শরীফ (২৪)-কে জীবিত উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, ভিকটিম হাসান শরীফ, পিতা তাহসিন, টেকনাফ সরকারি ডিগ্রি কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। গত ৯ নভেম্বর ২০২৫ তারিখ বিকাল ৫টার দিকে টেকনাফ পৌরসভার মায়মুনা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে ৪-৫ জন সশস্ত্র অপহরণকারী মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। পরে ধারালো ছুরির ভয় দেখিয়ে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়।
পরিবারের সদস্যরা ব্যর্থ হয়ে টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিছুক্ষণের মধ্যেই অপহরণকারীরা হাসান শরীফের মায়ের মোবাইলে ফোন করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং পরিশোধ না করলে হত্যার হুমকি দেয়।
এরপর ভিকটিমের পরিবার ১১ নভেম্বর র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পে গিয়ে সহায়তা চায়। র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া এলাকায় কালুর বসতঘরে অভিযান চালায়। অভিযানকালে ঘরটি থেকে ভিকটিম হাসান শরীফকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা কৌশলে পালিয়ে যায়। উদ্ধার শেষে হাসান শরীফ বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেছেন।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান,
“টেকনাফ সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক, অস্ত্র, মানবপাচার ও অপহরণের মতো অপরাধ বেড়েছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে র্যাব সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সমাজ থেকে অপহরণচক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”
র্যাব জানিয়েছে, অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ প্রকাশঃ ১২-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=