কক্সবাজারে র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===============কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তারকুল এলাকায় র‌্যাব-১৫-এর বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, সম্প্রতি মাদক ব্যবসায়ীরা অভিনব কৌশলে কক্সবাজার ও আশপাশের জেলায় মাদক পাচার চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে র‌্যাব-১৫।

অদ্য ১১ নভেম্বর ২০২৫ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি ক্যাম্প, র‌্যাব-১৫, কক্সবাজারের একটি চৌকস দল পশ্চিম মুক্তারকুল এলাকায় অভিযান চালায়। অভিযানে পলায়নের সময় মোঃ ফরিদুল আলম (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে বসতঘরে তল্লাশি চালিয়ে একটি কালো ব্যাগ থেকে ৫০ বোতল ফেন্সিডিল, চারটি কার্টুনে প্যাকেটজাত ৪০ কেজি গাঁজা এবং মাদক বিক্রিতে ব্যবহৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ফরিদুল আলম (৪৯), পিতা মৃত ছব্বির আহমদ, মাতা মৃত ফেরুজা খাতুন, সাং—পশ্চিম মুক্তারকুল সাব্বিরের বাড়ি, ০৬ নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, থানা—কক্সবাজার সদর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল স্বীকার করেন, তিনি ও তার সহযোগী সুমন সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে অপর সহযোগী আব্দুল মান্নানের কাছে বিক্রি করতেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব। সংবাদ প্রকাশঃ ১১-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন