সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =============কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় দুঃসাহসিক অভিযানে ১,২০,০০০ (এক লাখ বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৬০ লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামি হলেন বালুখালী এফডিএমএন ক্যাম্প-১১ এর ব্লক এ-১২ এর বাসিন্দা মীর আহমদের ছেলে মোঃ নুরুল আমিন (২৪)।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।
তিনি জানান, একইদিন বিকেল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহলদল হাজির ঘের নামক স্থানে অভিযান চালায়। ওই সময় এক ব্যক্তি মিয়ানমারের দিক থেকে নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে নুরুল আমিনকে আটক করে।
পরবর্তীতে তার কাছ থেকে নীল রঙের লুঙ্গি দিয়ে মোড়ানো খাকি রঙের প্যাকেট উদ্ধার করা হয়। এতে ১২টি প্যাকেটে মোট ১,২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন,
“মাদক সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।”
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে সফল ভূমিকা পালন করে আসছে। এসব অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে। সংবাদ প্রকাশঃ ১২-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com