সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের বিএনপির মনোনিত প্রার্থী মো: মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, সবার আগে আমি একজন ব্যবসায়ী। ৫/৬ মাস ধরে সরাসরি রাজনীতির মাঠে এসেছি। নারায়ণগঞ্জের জন্য কাজ করতে চাই। সকলের সহযোগীতা নিয়ে নতুন নারায়ণগঞ্জ গড়তে চাই। আমরা সকলে মিলে ধানের শীষের পক্ষে কাজ করবো। ব্যবসায়িক কারণে আমাকে বিগত দিনে অনেকের সাথে মিশতে হয়েছে। তাদের সাথে কাজও করেছি। এবার বিএনপি’র জন্য কাজ করতে চাই। সাবেক এমপি আবুল কালাম আমাদের নারায়ণগঞ্জের মুরুব্বী।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব এর হল রুমে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
শিল্পপতি মো: মাসুদুজ্জামান বলেন, ওসমান পরিবারের সাথে কিছু অনুষ্ঠানে ছবি ছিল। আমি নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছি বলে আমার বিরুদ্ধে কিছুলোক অপপ্রচার চালাচ্ছে। এ কারণে আজকে সাংবাদিক ভাইদের সহযোগীতা চাইছি। মিডিয়া আমাকে সাপোর্ট দিবেন। আমি অনেক সাপোর্ট পেয়েছি। মিডিয়াকর্মী ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা নারায়ণগঞ্জকে সুন্দর নারায়ণগঞ্জ হিসেবে গড়তে চাই। কোন সন্ত্রাসী বা গডফাদারের জেলা হিসেবে নারায়ণগঞ্জের পরিচিতি চাইনা। এই পরিচয়টা মুছে ফেলতে চাই।
তিনি বলেন, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন না হলে আমি গ্রেপ্তার হতাম। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস, বিএনপি নেতা-কর্মীদের সরকার বিরোধী আন্দোলনে আর্থিক সহযোগিতার তথ্য ছিল পতিত সরকারের কাছে। এমনকি গণঅভ্যুত্থানেও আন্দোলনকারীদের নানাভাবে সহযোগিতা করার তথ্য ছিল গোয়েন্দা সংস্থার হাতে।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা সহ বিএনপির অংগসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ১১-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com