সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি ==================
ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালিতে নেমেছিল জনতার ঢল।
শনিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের ভূষণ স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।
স্লোগানে মুখর এই র্যালিতে বিএনপি নেতা–কর্মীরা হাতে ধানের শীষের প্রতীক নিয়ে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, ওয়াহেদ আলী লস্কর, মোশাররফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকদের দাবি, ঝিনাইদহ-৪ আসনের ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে প্রায় ১০ হাজার নেতা–কর্মী এই র্যালিতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন,“ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী–জনতার বিপ্লবের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছিল। আজও সেই চেতনায় আমাদের লড়াই চলছে—ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।”তারা আরও আহ্বান জানান,আ
সন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রতিটি নেতা–কর্মীকে ঘরে ঘরে যেতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। সংবাদ প্রকাশঃ ১০-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com