দ্য থিওসোফিক্যাল সোসাইটির সার্ধশতবর্ষ উদযাপন পর্ষদের প্রস্তুতি সভা

সিটিভি নিউজ।। আগামী ১৭ নভেম্বর দ্য থিওসোফিক্যাল সোসাইটির সার্ধশতবর্ষ উদযাপনের লক্ষে অদ্য সন্ধ্যায় নগরীর দেশপ্রিয় কনভেনশন হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সার্ধশতবর্ষ উদযাপন পর্ষদ আহ্বায়ক ড.আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অধ্যক্ষ শফিকুর রহমান, অধ্যক্ষ নিখিল চন্দ্র রায়, শাহজাহান চৌধুরী, জাকারিয়া কাজী,এড. শহীদুল হক স্বপন,অধ্যক্ষ তাপস কুমার বকশি, সফিকুল বোরহান, অধ্যক্ষ বিধান চন্দ, তপন সেনগুপ্ত,অধ্যাপক রাহুল তারণ পিন্টু, রোটা. এনামুল হক জুয়েল, কমল চন্দ খোকন, এড.তাপস চন্দ্র সরকার ও উদযাপন পর্ষদের সদস্য সচিব অমৃত লাল দত্ত প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নারায়ণ চক্রবর্তী, সাংবাদিক খায়রুল আহসান মানিক, সাংবাদিক ওমর ফারুকী তাপস,সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, জাহিদুর রহমান মামুন,আলী আহসান টিটু,জসীম উদ্দিন চৌধুরী ও আবু সুফিয়ান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসাইটির কুমিল্লা লজ সদস্য সচিব চন্দন দাস।
সভায় আগামী ১৭ নভেম্বর বিকেল বেলা সোসাইটির হলঘরে সার্ধশতবর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন উড়িয়ে বর্ষপূর্তি উদযাপন, আলোচনা সভা, প্রকাশনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার সিদ্ধান্ত গৃহীত হয়। সংবাদ প্রকাশঃ ১০-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=