সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =============
কক্সবাজারের টেকনাফে ছিনতাইকারীসহ ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি আটক করেছে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি। এসময় উদ্ধার করা হয় ছিনতাইকৃত স্বর্ণালংকার ও নগদ টাকা।
জানা গেছে, শনিবার (৯ নভেম্বর ২০২৫) বিকেল ৪টা ২০ মিনিটে থাইংখালী থেকে হোয়াইক্যংগামী এক দম্পতি সিএনজিতে ওঠেন। পথিমধ্যে চালক ও সহযাত্রী মিলে তাদের স্বর্ণের কানের দুল, নাকফুল ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজিটি আটক করে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।
আটককৃতরা হলেন— নুরুল কবির (৪৫), রোহিঙ্গা, পিতা মৃত আহাম্মদ, সাং— কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প, ব্লক-সি, এমআরসি-৪৩২১৪।
মো. আনোয়ার (৩৫), পিতা আলীম উদ্দিন, সাং— পশ্চিম পাড়া, লম্বাশিয়া, ৯নং ওয়ার্ড, রাজাপালং ইউনিয়ন, উখিয়া।
তল্লাশিতে উদ্ধার করা হয় ছিনতাইকৃত ১ জোড়া কানের দুল, ১টি নাকফুল ও নগদ ৫০০০ টাকা। ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।
ঘটনার বিষয়ে টেকনাফ থানায় মামলা নং-৩২, তারিখ-১০ নভেম্বর ২০২৫ দায়ের করা হয়েছে। আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০১৯ এর ৪/৫ ধারায় মামলা রুজু হয়। পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১০-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com