কুমিল্লা–৬ এ হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ও তারুণ্যর সমাবেশ

সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি==============
কুমিল্লা–০৬ (সদর, সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন ও সেনানিবাস এলাকা) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের দলীয় মনোনয়ন দাবি করে মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লার তরুণ শিক্ষার্থীরা।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে “জিজেডএন–জেড–৩৫০০” নামের শিক্ষার্থী সংগঠনের ব্যানারে কয়েক হাজার শিক্ষার্থী কুমিল্লা জিলা স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কান্দিরপাড় পূর্বালী চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, শুভ রাতি শাহজাদি মেমোরিয়াল স্কুলের ছাত্রী প্রার্থনা নূর মুনিয়া, ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী রিয়ানা বিনতে হাসান, বাখরাবাদ হাই স্কুলের ছাত্রী মেহেক রোশন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র তৌসিফ আহমেদ, নবাব ফয়জুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সানজিদা ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মো. হামজা, কুমিল্লা সরকারি কলেজের ছাত্র তাশাউফ আমিন, ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সাব্বির আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফখরুদ্দিন রাজিব এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মেহেদী হাসান রবিনসহ অন্যরা।
বক্তারা বলেন, তারুণ্যের নেতৃত্ব, পরিবর্তনের আশা ও নতুন প্রজন্মের প্রতিনিধিত্বের প্রতীক হিসেবে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে কুমিল্লা–৬ আসনে মনোনয়ন দেওয়া প্রয়োজন। তারা বলেন, “এই আসনের তরুণ ভোটারদের আস্থা ও বিশ্বাসের জায়গায় তিনি বহুদিন ধরে কাজ করে যাচ্ছেন। কুমিল্লার উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ বিস্তার এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে ইয়াছিন ভাইকে মনোনয়ন দিতে হবে।”
সমাবেশস্থলে শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে “তারুণ্যর শক্তি, উন্নয়নের প্রতিক হাজী ইয়াছিন”, “তারুণ্যের নেতৃত্ব চাই”, “কুমিল্লা–৬ এ তরুণ প্রার্থী চাই”, “আমাদের সিদ্ধান্ত–ইয়াছিন ভাইই প্রার্থী”, “নেতা নয়, ব্যান্ড নয়-দরকার বিশ্বাসের মানুষ,পরিচ্ছন্ন মানুষ”, “ প্রচন্ড শীতে যে ছিলো বসন্তেও তাকে চাই” সহ নানা শ্লোগান লিখে প্রদর্শন করেন। আয়োজকদের দাবি, তরুণদের নেতৃত্বকে মূল্যায়ন, মনোনয়ন পুনর্বিবেচনা এবং নতুন প্রজন্মের চিন্তা–ভাবনার প্রতিফলন ঘটাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিকে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়নের দাবিতে গত ৮ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। ৩ নভেম্বর রাতে সমর্থকরা মহাসড়ক অবরোধের মাধ্যমে আন্দোলনের সূচনা করেন। পরদিন নগরীর কান্দিরপাড়সহ বিভিন্ন এলাকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ৫ নভেম্বর অনুষ্ঠিত হয় নারীদের সমাবেশ। ৬ নভেম্বর ইয়াছিনের সমর্থকেরা নফল রোজা রেখে গণ–ইফতারের আয়োজন করেন। ৭ নভেম্বর জুমার নামাজের পর কুমিল্লার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ৮ নভেম্বর কান্দিরপাড় পূর্বালী চত্বরে অবস্থান কর্মসূচি পালিত হয়। ৯ নভেম্বর কারা নির্যাতিত বিএনপির পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। আর ১০ নভেম্বর পালিত হলো তারুণ্যের সমাবেশ।
সমাবেশে শিক্ষার্থীরা ঘোষণা দেন, হাজী ইয়াছিনকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে। তারা আরও জানান, আগামীতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যানার–ফেস্টুন প্রদর্শন, মানববন্ধন ও তরুণদের নিয়ে মতবিনিময় সভাও করা হবে।
ছবিঃ কুমিল্লা নগরীর পূবালী চত্তরে তারুণ্যের সমাবেশ। সংবাদ প্রকাশঃ ১০-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=