গলায়, নাকে ও মাথায় আঘাতের চিহ্ন — ব্রাহ্মণপাড়ায় কন্যা শিশুর রহস্যজনক মৃত্যু

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বেড়াখলা গ্রামে এক কন্যা শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে।

নিহত শিশুটির নাম আরসি আক্তার (৮)। সে ওই গ্রামের মো. সোহেল ও তামান্না আক্তারের মেয়ে।

নিহতের দাদী ফাতেমা আক্তার জানান, আরসির বাবা-মা উভয়েই চট্টগ্রামে অবস্থান করছেন। ঘটনার দিন দুপুরে আরসিকে তিনি খাবার খাইয়ে বসতঘরে ঘুম পাড়িয়ে রাখেন। কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে দেখেন, আরসি অস্বাভাবিক অবস্থায় পড়ে আছে।

পরে ফাতেমা আক্তার ও শিশুটির চাচা আনোয়ার হোসেন আরসিকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আশিক মোহাম্মদ তকি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এসআই আল আমীন স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে প্রাথমিক প্রতিবেদন (শর্ট হাল রিপোর্ট) তৈরি করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে নিহতের গলা, নাক ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সংবাদ প্রকাশঃ ০৯-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

সৌরভ মাহমুদ হারুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন