সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়া জয়কৃষ্ণ (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জয়কৃষ্ণ নরসিংদী জেলার নরসিংদী গ্রামের বিশ্বজিৎ সাহার ছেলে। তিনি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ডাইলপট্টিতে একটি দোকানে চাকরি করতেন এবং বন্দরের আমীন হাউজিং এলাকায় পরিবারের সঙ্গে ভাড়াবাসায় থাকতেন।
নিহতের মামা সুশান্ত কুমার সাহা জানান, জয় নারায়ণগঞ্জে কাজ করতেন এবং পরিবারের সঙ্গে এখানে থাকতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন তিনি।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের উপপরিদর্শক রকিবুল হাসান জানান, শুক্রবার রাতে জয়কৃষ্ণ টার্মিনাল ঘাটে ট্রলার থেকে নামতে গিয়ে অসতর্কতাবশত পা ফসকে নদীতে পড়ে যান। স্থানীয়রা তখনই খোঁজাখুঁজি শুরু করলেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাতভর চেষ্টার পরও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে আবার অভিযান চালিয়ে বেলা সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাস্থলের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, শুক্রবার রাতে নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা অভিযান শুরু করি। রাতে তাকে না পেয়ে শনিবার সকালে আবার অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। সংবাদ প্রকাশঃ ০৯-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com