চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার:============
কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড (সুজাতপুর, নোয়াপুর ও রামপুর) বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন চিওড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী হাবিব আবু রকিব। প্রধান বক্তা ছিলেন চিওড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর হোসেন। বিশেষ বক্তা ছিলেন চিওড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ লিপন।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় চিওড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আয়োজিত
অনুষ্ঠানে চিওড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ছুট্টর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চিওড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম, মো: সোলাইমান মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু, প্রচার সম্পাদক আবদুল মুনাফ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইমান আলী, চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি কাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান জাহাঙ্গীর, চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও চিওড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সোহরাব হোসেন সোহাগ, শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুস সাত্তার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

চিওড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন বিএনপি নেতা আবু রশিদ, বিএনপি নেতা আব্দুল মান্নান, চিওড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, ৭নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মকবুল আহমেদ, মো: শিহাব সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

‎উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত্ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। সংবাদ প্রকাশঃ ০৯-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন