দেবীদ্বারঃ নাশকতা ও ছাব্বির হত্যাচেষ্টা মামলায় আ’লীগের ৪ নেতা-কর্মী আটক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/============
কুমিল্লার দেবীদ্বারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতা-কর্মীকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে গুনাইঘর (উত্তর) ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি রমজান আলী (৩২)কে গ্রেফতার করা হয়। গত ৩১ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আসামি দেখানো হয়েছে। তিনি গুনাইঘর গ্রামের বদু মিয়ার ছেলে।
এছাড়া ছাব্বির হত্যাচেষ্টা মামলায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়,- সাইফুল ইসলাম (৩৮) গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন আ’লীগের সহ-সাধারণ সম্পাদক, পদ্মকোট গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। জসিম উদ্দিন (৪৮) ফতেহাবাদ ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি, চান্দপুর গ্রামের নোয়াজ আলী ব্যাপারী বাড়ির সামসুল হকের ছেলে। মো. ইমরান ইসলাম নিয়ন (২২), জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও বারুর গ্রামের হাজী জাকির হোসেন মেম্বারের ছেলে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে চার আসামিকেই কুমিল্লা আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।
দেবীদ্বার থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছির জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলা ও ছাব্বির হত্যাচেষ্টা মামলায় মোট চারজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ছবির ক্যাপশন: দেবীদ্বারে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলা ও ছাব্বির হত্যাচেষ্টা মামলায় আটক চারজন। ছবি: পুলিশ থেকে সংগৃহীত। সংবাদ প্রকাশঃ ০৮-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন