সিটিভি নিউজ24।। কুমিল্লা জেলার ডিবি পুলিশ জানায়, কুমিল্লা জেলায় ঝটিকা মিছিলের মাধ্যমে জন নিরাপত্তা বিঘ্ন, জনমনে আতংক সৃষ্টি ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের অভিযোগে গত ৭ নভেম্বর রাতে কুমিল্লা জেলা পুলিশ অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত কয়েকজনের কাছে জানা যায়, বিদেশে পলাতক আ.ক.ম বাহাউদ্দিন বাহার সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা তাদের নিজ এলাকায় অর্থ পাঠিয়ে সরকার পতনের জন্য ঝটিকা মিছিলসহ জনমনে আতংক সৃষ্টি করাচ্ছে। এই নিষিদ্ধ সংগঠনের অর্থায়নে গতকাল ১ মিনিটের এই মিছিলে কুমিল্লার বিভিন্ন থানা এলাকা থেকে টাকার বিনিময়ে লোক সংগ্রহ এবং গাড়ি ভাড়া করে কুমিল্লা-ঢাকা মহাসড়কে এই ঝটিকা মিছিল বের করে। একেবারে সংক্ষিপ্ত সময়ের এই মিছিলের অধিকাংশ সদস্য নিজেকে গোপন করতে রুমাল কিংবা মাস্ক দিয়ে মুখ ঢাকতে দেখা যায় । আবার সোসাল মিডিয়ায় উস্কানি কিংবা প্ররোচনা দিয়ে আত্ম গোপনে থাকা কেউ কেউ মিছিল করতে ইন্দন দিচ্ছে। রাষ্ট্র বিরোধী অপরাধমুলক কার্যকলাপের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্ন ও এলাকায় বিশৃংখলা সৃষ্টি করা এসব সদস্যের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।- সংবাদ প্রকাশ ৮ নভেম্বর ২০২৫।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com