কুমিল্লায় আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল করায় ৪৪ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

সিটিভি নিউজ24।। কুমিল্লা জেলার ডিবি পুলিশ জানায়, কুমিল্লা জেলায় ঝটিকা মিছিলের মাধ্যমে জন নিরাপত্তা বিঘ্ন, জনমনে আতংক সৃষ্টি ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের অভিযোগে গত ৭ নভেম্বর রাতে কুমিল্লা জেলা পুলিশ অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত কয়েকজনের কাছে জানা যায়, বিদেশে পলাতক আ.ক.ম বাহাউদ্দিন বাহার সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা তাদের নিজ এলাকায় অর্থ পাঠিয়ে সরকার পতনের জন্য ঝটিকা মিছিলসহ জনমনে আতংক সৃষ্টি করাচ্ছে। এই নিষিদ্ধ সংগঠনের অর্থায়নে গতকাল ১ মিনিটের এই মিছিলে কুমিল্লার বিভিন্ন থানা এলাকা থেকে টাকার বিনিময়ে লোক সংগ্রহ এবং গাড়ি ভাড়া করে কুমিল্লা-ঢাকা মহাসড়কে এই ঝটিকা মিছিল বের করে। একেবারে সংক্ষিপ্ত সময়ের এই মিছিলের অধিকাংশ সদস্য নিজেকে গোপন করতে রুমাল কিংবা মাস্ক দিয়ে মুখ ঢাকতে দেখা যায় । আবার সোসাল মিডিয়ায় উস্কানি কিংবা প্ররোচনা দিয়ে আত্ম গোপনে থাকা কেউ কেউ মিছিল করতে ইন্দন দিচ্ছে। রাষ্ট্র বিরোধী অপরাধমুলক কার্যকলাপের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্ন ও এলাকায় বিশৃংখলা সৃষ্টি করা এসব সদস্যের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।- সংবাদ প্রকাশ ৮ নভেম্বর ২০২৫।

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন