নিউইয়র্কে বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরীকে সম্মাননা প্রদান 7-11-25

সিটিভি নিউজ।। ‎মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
‎যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি (ইনক) নিউইয়র্ক তাদের সুবর্ণজয়ন্তী ৫০ বছর পূর্তি জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করেছে। (রবিবার) ২ নভেম্বর নিউইয়র্কের বিখ্যাত অনুষ্ঠানস্থল ‘Terrace on the Park’-এ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় এ মহোৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, এবং নানা শ্রেণি-পেশার প্রবাসীরা। সুবর্ণজয়ন্তীর এই ঐতিহাসিক মুহূর্তে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশে মাতোয়ারা হয়ে ওঠেন। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিক্ষাবিদ মোশাররফ হোসেন খান চৌধুরী-কে প্রবাসে শিক্ষা, সমাজকল্যাণ ও মানবসেবামূলক কর্মকাণ্ডে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সোসাইটি ইনক এর পক্ষ থেকে সম্মাননা পদক ও সনদ প্রদান করা হয়। সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, “মোশাররফ হোসেন খান চৌধুরী শুধু একজন শিক্ষাবিদ নন, তিনি একজন আলোকবর্তিকা, যিনি শিক্ষা ও মানবসেবার মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন।” সম্মাননা গ্রহণকালে মোশাররফ হোসেন খান চৌধুরী তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন’এই সম্মাননা আমার জন্য নয়, বরং সকল শিক্ষানুরাগী, সমাজসেবী ও মানবতার কল্যাণে কাজ করা প্রতিটি মানুষের জন্য। আমি এই ভালোবাসা বাংলাদেশের মানুষ ও প্রবাসী ভাই-বোনদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।” এছাড়াও অনুষ্ঠানে সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রবাসীদের অর্জন, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী প্রবাসী ইতিহাস ও সমাজে প্রবাসীদের অবদান নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব, আলোচনাসভা ও স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়। সন্ধ্যা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে এই ঐতিহাসিক উদযাপন। বাংলাদেশি সংস্কৃতি, সংগীত, নৃত্য ও কবিতার মিশেলে অনুষ্ঠানটি পরিণত হয় প্রবাসে এক অনন্য মিলনমেলায়। শেষ পর্বে অতিথিদের সম্মাননা, স্মারক বিতরণ এবং ৫০ বছর পূর্তির কেক কেটে বাংলাদেশের সোসাইটি ইনক, নিউইয়র্কের সুবর্ণজয়ন্তী উদযাপনকে স্মরণীয় করে রাখা হয়। সংবাদ প্রকাশঃ ০৭-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন