কসবা পৌর উচ্চ বিদ্যালয়ে ক্ষুদে বিজ্ঞানীদের জমকালো বিজ্ঞান মেলা

সিটিভি নিউজ।। এমদাদুল হক সোহাগ: সংবাদদাতা জানান==============
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কসবা পৌর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা।
০৬ নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে ওই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শেনীর ১৭টি শাখার মেধাবী শিক্ষার্থীরা, বর্তমান ও ভবিষ্যৎ বিশ্বের আলোকে তাদের উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে ১৭টি প্রজেক্ট প্রদর্শণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল কাদের।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমির শিবলী নোমানী, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ কর্মকর্তা সাংবাদিক মোঃ এমদাদুল হক সোহাগ, সমাজকর্মী আজিজুল ইসলাম বাচ্চু প্রমুখ। সিনিয়র শিক্ষিকা লায়লা আক্তার লিপির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালাহ উদ্দিন। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল হান্নান।
প্রধান অতিথি শিক্ষার্থীদের প্রদর্শিত সকল প্রকল্প পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের কার্যক্রম গতিশীল রাখতে এক লাখ টাকার অনুদান সহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যাত্রী ছাউনি নির্মাণ, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংস্কারে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুমিল্লা বোর্ড থেকে বৃত্তি পাওয়া কৃতী শিক্ষার্থী, বিজ্ঞান ক্লাব আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান সহ মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সেরা প্রকল্প নির্বাচিতদের পুরস্কৃত করা হয়। সংবাদ প্রকাশঃ ০৭-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=