লিপস্টিক পড়া হলো না আদিবার

সিটিভি নিউজ।। এন এ মুরাদ, মুরাদনগর:সংবাদদাতা ===============
“বাবা, বাজারে গেলে আমার জন্য একটা লাল লিপস্টিক এনে দিও”— ছয় বছরের আদিবা জাহান মিমের মুখে বলা এ কথাই এখন কেবল প্রতিধ্বনি হয়ে বাজে তার শোকাহত পরিবারের কানে।
বাবা প্রতিশ্রুতি রেখেছিলেন, লিপস্টিকও এনেছিলেন, কিন্তু মেয়েটি আর ফিরে আসেনি। এখন সেই লাল লিপস্টিকই যেন নীরব সাক্ষী হয়ে আছে এক নির্মম হত্যার।
গত সপ্তাহে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার সিমানারপাড় গ্রামের এই নিষ্পাপ শিশুটি নিখোঁজ হয়। ছয় দিন পর পাশের বাড়ির অহেদ ভান্ডারীর পুকুরে ভেসে ওঠে তার মরদেহ।
তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ পরে জানতে পারে, শিশুটিকে হত্যা করেছে তার চাচাতো ভাই ইয়াসিন (১৬)।
শিশুটির বাবা চোখের জল মুছতে মুছতে বলেন,
“ওর জন্য লাল লিপস্টিক কিনে আনলাম, কিন্তু ও আর ফেরেনি… আজও সেই লিপস্টিক তাকিয়ে আছে ওর জন্য।”
এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা বলছেন, আদিবা ছিল ভীষণ মিষ্টি, প্রাণবন্ত এক শিশু। তার হাসিতে মুখর থাকত পুরো বাড়ি, এখন সেই হাসি হারিয়ে গেছে চিরতরে।
আদিবার মা কান্নাজড়িত কণ্ঠে জানান,
“আমার মেয়েকে লালসার শিকার করে হত্যা করেছে ইয়াসিন। এক মাস আগে সে আমাকেও চেতনা নাশক খাবার খাইয়েছিল। তখন বুঝিনি, কিন্তু এখন সব পরিষ্কার— সে আমার ওপর প্রতিশোধ নিতে না পেরে আমার অবুঝ শিশুর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলেছে।” তিনি এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। সংবাদ প্রকাশঃ ০৬-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=