কলেজ ছাত্র তুহিন হত্যার বিচার দাবিতে কুমিল্লা প্রেসক্লাবে মানববন্ধন

সিটিভি নিউজ।। ঘাতক বাবুর গ্রেফতার দাবি শিক্ষার্থী ও স্বজনদের কুমিল্লার বুড়িচং উপজেলার শ্রীপুর গ্রামের মেধাবী ছাত্র মোঃ তুহিন হত্যার বিচারের দাবিতে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
নিহত তুহিন (১৭) বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র এবং শ্রীপুর গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র।
গত ২০ অক্টোবর ২০২৫ তারিখে পাশের গ্রাম গোবিন্দপুরের বখাটে সন্ত্রাসী সাইফুল ইসলাম বাবু ও তার সহযোগীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুহিনকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে গরুর খামারে বেঁধে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে।
স্থানীয়রা খবর পেয়ে তুহিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।
ঘটনার পর নিহতের পিতা মোসলেম উদ্দিন ২৩ অক্টোবর বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু প্রধান আসামি সাইফুল ইসলাম বাবু এখনো গ্রেফতার হয়নি।
এই প্রেক্ষিতে বুধবার কুমিল্লা প্রেসক্লাবের সামনে বুড়িচং এরশাদ কলেজের শিক্ষার্থী, নিহত তুহিনের পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধন করেন। পরে তারা কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন চলাকালে পুত্রহত্যার বিচারচেয়ে বত্তব্য রাখেন নিহত তুহিনের মা। বক্তারা বলেন, “ঘাতক সাইফুল ইসলাম বাবু ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় কুমিল্লা থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এসময় উপস্থিত ছিলেন ইষ্টার্ণ ইয়াকুব প্লাজার সভাপতি মনজুর আলম, সমাজসেবক ইকবাল হোসেন, রাসেদ, তানজিনা, সাব্বির, ফারুকসহ শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ০৫-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=