মুরাদনগরে আলোচিত ০৪ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

সিটিভি নিউজ।। “প্রেস রিলিজ”।। র‌্যাব-১১ এর অভিযানে কুমিল্লার মুরাদনগরে আলোচিত ০৪ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ২৪৩ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ০১ জন, আরসা সদস্য ১৫ জন, জঙ্গি-০২ জন, হত্যা মামলায় ১৮৭ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৯৫ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৩১ জন গ্রেফতারসহ ১১৩ টি অস্ত্র, ১৩৬০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৪৫৭ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র‌্যাব-১১। পাশাপাশি ৭৮ জন অপহরণকারী গ্রেফতারসহ ৮৪ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৮৮ জন, জেল পলাতক ৩৯ জন, প্রতারণার আসামী-১৭ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৫৬৪ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে
গত ২৩ অক্টোবর ২০২৫ ইং তারিখ সকাল ০৬৩০ ঘটিকার সময় কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন ছালিয়াকান্দি সাকিনস্থ সৈয়দ বাড়ির জনৈক বাসারের রান্না ঘরে ০৪ বছরের শিশু ধর্ষণ এর ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মুরাদনগর থানায় ০১ জনের নাম উল্লেখ পূর্বক একটি শিশু ধর্ষণ মামলা দায়ের করে। উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ০৩ নভেম্বর ২০২৫ ইং তারিখ বিকালে র‌্যাব-১১, সিপিসি-২ ও র‌্যাব-১০ এর একটি বিশেষ যৌথ আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী সাকিব প্রকাশ বাবু (২০), পিতা-মোঃ রমিজ মিয়া, সাং-ছালিয়াকান্দি, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী সাকিব প্রকাশ বাবু (২০) ও শিশু ভিকটিম একই বাড়ির বাসিন্দা। ঘটনার দিন সকালে ভিকটিম তার নানিকে খুঁজতে ঘর থেকে বের হয়। এসময় আসামী ভিকটিমকে বাইরে একা দেখতে পেয়ে কদবেল দেয়ার প্রলোভন দেখিয়ে তাকে জনৈক বাসারের রান্না ঘরে নিয়ে তার পরিধেয় বস্ত্রাদি খুলে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম কান্নাকাটি করলে এবং ভিকটিমের নানি ভিকটিমকে ডাকাডাকি করলে আসামী তাকে নিয়ে রাস্তার দিকে আসে। তখন ভিকটিমের নানি ভিকটিমকে নিয়ে তাদের ঘরে ফিরলে ভিকটিমের মা তার কান্নাকাটির বিষয়ে জিজ্ঞাসা করলে ভিকটিম বর্ণিত ঘটনাটি তার মাকে জানালে ভিকটিমের বাবা বাদী হয়ে মুরাদনগর থানায় শিশু ধর্ষণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর ধৃত আসামী গ্রেফতার এড়াতে আত্নগোপনে চলে যায়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে সে উক্ত শিশু ধর্ষণের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার মুরাদনগর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ প্রকাশঃ ০৫-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন