জুলাইযোদ্ধাদের রাজনৈতিক নিরাপত্তার সংকট রয়েছে : নাহিদ ইসলাম

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সমঝোতা বা জোট এটা একটি রাজনৈতিক ও আদর্শিক জায়গা থেকে হতে পারে। যেমন জুলাই সনদের বিষয়টি রয়েছে। এই সনদে আমাদের সংস্কারের দাবীগুলোর সাথে যদি কোন দল সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে হয়ত আমরা জোটের সিদ্ধান্ত নিবো। এখন পর্যন্ত আমরা একক ভাবেই নির্বাচনের জন্য আগাচ্ছি। আমরা এই মাসের ১৫ তারিখের মধ্যে আমাদের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবো।
বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জের গোদনাইলে শহীদ জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি আমরা একক ভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ৩০০ আসনেই নির্বাচনের আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেছেন খালেদা জিয়ার কথা নাসিরুদ্দিন ভাই বলেছেন তাদের সম্মানের জন্য আমরা সেসকল আসনে আমরা প্রার্থী দিবনা। এছাড়া সকল আসনেই শাপলা কলির প্রার্থী দিবো।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছি। আমরা এবার বাংলাদেশের নির্বাচনের যে সংস্কৃতি, যাদের টাকা আছে, এলাকায় গডফাদারগিরি করে আমরা সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। এলাকার সাধারণ যে মানুষ, যাকে মানুষের প্রয়োজনে পাওয়া যায় যাদের গ্রহণযোগ্যতা রয়েছে তাদের আমরা সংসদে দেখতে চাই।
নাহিদ ইসলাম বলেন, আমরা গাজী সালাহউদ্দিন ভাইয়ের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। জুলাই যোদ্ধাদের সুচিকিৎসার যে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের ছিল তারা তা পালন করতে পারেনি বিধায় আজ আমাদের লাশের সারি বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমাদের শহীদের সংখ্যা বাড়ছে। আমরা সরকারকে বলতে চাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা যারা এখনও কাতরাচ্ছেন। এখনও যাদের শরীরে স্প্রিন্টার রয়েছে, যারা নানা ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের যেন চিকিৎসার ব্যাবস্থা করা হয়। অনেকেরই দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। এটা নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা ঘটতে থাকবে।
এনসিপি আহ্বায়ক বলেন, আমরা যেন নির্বাচনী ডামাডোলে আমাদের আহত ও শহীদদের কথা ভুলে না যাই। পরবর্তী নির্বাচিত সরকার যেই আসুক না কেন আমাদের এই কমিটমেন্ট যেন থাকে। আমরা গাজী সালাহউদ্দিনের পরিবারের পাশে আছি। আমি আহ্বান জানাই সরকার যেন তার দায়িত্ব নেয়। তিনি মারা যাওয়ার কয়েকদিন আগে একটি রাজনৈতিক দলের কর্মীদের দ্বারা তিনি হেনস্থার শিকার হয়েছিলেন। শুনেছি তারা স্থানীয় কয়েকজন বিএনপির কর্মী, এটি থানা পুলিশ পর্যন্ত গিয়েছে। এ ছাড়া শুনেছি আওয়ামীলীগের সব সময় একটা থ্রেড থাকে। এরকম জুলাই যোদ্ধারা যারা সারা বাংলাদেশে আছেন তাদের রাজনৈতিক নিরাপত্তার সংকটও রয়েছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা তাদের পাশে আছি। সরকারকে এবং সকল রাজনৈতিক দলকে দায়িত্ব নিতে হবে যে এদের ত্যাগের কারণেই আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পেরেছি এবং নতুন বাংলাদেশ পেয়েছি।
বক্তব্য শেষে নাহিদ ইসলাম গাজী সালাউদ্দিনের কবর জিয়ারত করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমীন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি তুহিন খান প্রমুখ। সংবাদ প্রকাশঃ ০৫-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=