সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা সংবাদদাতা : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের একই পরিবারের ৩ জন সহ ৫ নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ চট্টগ্রামের অন্যান্য বেসরকারি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে নিহতদের পরিবার সূত্রে জানা গেছে।
বুধবার (৫ নভেম্বর) ভোরে সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় চট্টগ্রামমুখী মার্সা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চৌদ্দগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের প্রাণহানি ঘটে।
নিহতরা হলো: চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভাধিন চাঁন্দিশকরা পাটোয়ারী বাড়ীর এনামুল হক পাটোয়ারী এনাম ছেলে মালয়েশিয়া প্রবাসী উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫), শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫), মা রুমি বেগম (৬৫) ও ছোট বোন সাদিয়া আক্তার পাটোয়ারী (২৪)। নিহত সাদিয়া আক্তার পাটোয়ারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মালয়েশিয়ান এয়ারলাইন্সে কর্মরত উদয় পাটোয়ারী মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে কক্সবাজারে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে একটি মাইক্রোবাস ভাড়া করে রওনা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ফারজানা মজুমদার লিজা, পুত্র সামাদ পাটোয়ারী (৪), শ্যালিকা ফারহানা মজুমদার টিজা, শ্যালক শাহেদ মজুমদার লিশান (২২)। কক্সবাজার যাওয়ার পথে চৌদ্দগ্রাম বাজারের পাইলট বালিকা বিদ্যালয় সড়কের কাজী রাজ্জাক টাওয়ার থেকে রাত আড়াইটার দিকে উদয়ের মা রুমি বেগম ও ছোট বোন সাদিয়া পাটোয়ারীকে গাড়ীতে ওঠায়। পরে একই এলাকার ফালগুনকরা গ্রাম থেকে রাত পৌনে তিনটার দিকে শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পীকেও গাড়ীতে তোলা হয়। এরপর ভোরে তারা কক্সবাজার জেলা চকরিয়া এলাকার ফাঁসিয়াখালী হাঁসের দীঘি সেনাক্যাম্পের দক্ষিণ পাশ এলাকায় পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের লাশ উদ্ধার করে। মাইক্রো চালক সহ আরও চারজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ভোরে চট্টগ্রামমুখী মার্সা পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। আহত মাইক্রোবাসচালকসহ আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।
উদয়ের শ্বশুর আবদুল মন্নান মজুমদার জানান, “জামাতার উদ্যোগে সবাই কক্সবাজারে ঘুরতে যাচ্ছিল। ভোরে দুর্ঘটনার খবর পাই। এক নিমিষেই আমার পরিবারের পাঁচজন সদস্য চলে গেলো। এ শোক আমরা কোনোভাবেই সহ্য করতে পারছি না।” সংবাদ প্রকাশঃ ০৫-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com