নারায়ণগঞ্জে মাসুদুজ্জামানের কৃতজ্ঞতা মিছিল-মিষ্টি বিতরণ না করার অনুরোধ

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নির্বাচিত হওয়ায় ব্যবসায়ী নেতা, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মঙ্গলবার ( ৪ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, মহান সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আজকের দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে। অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি।
তিনি আরও বলেন, দলের সিদ্ধান্ত আমাকে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন দেয়ার মাধ্যমে যে আস্থা দিয়েছেন, তা আমার জন্য গৌরবের ও দায়িত্বশীল করার মতো। আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো এবং নারায়ণগঞ্জকে বাসযোগ্য করার স্বপ্ন পূরণে কাজ চালিয়ে যাব।
মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জবাসীকে উদ্দেশ্য করে বলেন, “আমি আপনাদেরই ভাই, বন্ধু, স্বজন। আমাকে দোয়া করবেন, পরামর্শ দেবেন, ভুল হলে সংশোধনে সহযোগিতা করবেন। নির্বাচনের এই যাত্রায় আমি চাই আপনারা পাশে থাকবেন।”
তিনি দলের কর্মীদেরও অনুরোধ করেন, এই মুহূর্তে কোথাও স্বতঃস্ফূর্ত মিছিল, ফুলেল শুভেচ্ছা বা মিষ্টি বিতরণ না করার জন্য। আমাদের দায়িত্ব বেড়েছে এবং আমরা যে জায়গা থেকে আছি, সেই দায়িত্ব পালন করবো। সংবাদ প্রকাশঃ ০৪-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন