মুরাদনগরে জামায়াতের নির্বাচনী সভা ঃ ইনসাফ ভিত্তিক ‘কল্যাণ রাষ্ট্রের’ প্রতিশ্রæতি এমপি প্রার্থী ইউসুফ সোহেলের

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের এমপি প্রার্থী মো: ইউসুফ সোহেল।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ সংবাদদাতা জানান ===========
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো: ইউসুফ সোহেলের সমর্থনে গত শনিবার বিকেলে একটি নির্বাচনী সভা করেছে। উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের এমপি প্রার্থী মো: ইউসুফ সোহেল। বিশেষ অতিথি ছিলেন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ খোরশেদ আলম।
বাঙ্গরা বাজার থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সভাপতি আতিকুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন জামায়াত নেতা মাওলানা আবু সাইদ, মোহাম্মদ বাহাউদ্দিন, মাওলানা আব্দুল মোতালেব, মাওলানা আবুল হোসেন, মাওলানা গোলাম সামদানী, আমির হোসেন, মোহাম্মদ মামুন, ফারুক মিয়া, সাদ্দাম হোসেন, জালাল উদ্দিন, লোকমান রেজা, এস এম সামসুল হক, আল আমিন ও ডা: ফিরোজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ সোহেল ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতের নিরলস কাজের কথা তুলে ধরেন। আসন্ন নির্বাচনে নির্বাচিত হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ইউসুফ সোহেল প্রতিশ্রæতি দেন, সরকারি যত বরাদ্দ আসবে তার সবটুকু ন্যায্যতার ভিত্তিতে খরচ করা হবে। তিনি দৃঢ়ভাবে বলেন, বরাদ্দকৃত অর্থের একটি টাকাও তার পরিবার বা আত্মীয়-স্বজন ভোগ করবে না; বরং তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে ব্যয় করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ খুরশেদ আলম রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিতদের জন্য কুরআনে বর্ণিত চারটি মৌলিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। সেগুলো হলো: নামাজ প্রতিষ্ঠা, যাকাত আদায়, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। তিনি বলেন, আল্লাহর জমিনে রাষ্ট্রীয়ভাবে এই চারটি কাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে।
সভাটিতে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীসহ সাধারণ জনগণের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মাওলানা নাসির উদ্দিন। সভার কার্যক্রম শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সংবাদ প্রকাশঃ ০৩-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন