বুড়িচংয়ে আলোচিত কলেজ ছাত্র তুহিন হত্যার এক আসামি গ্রেফতার আদালতে স্বীকারোক্তি 3-11-25

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান ===
কুমিল্লা বুড়িচং উপজেলার পীরযাত্রাপুরের আলোচিত তুহিন হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার আসামী শফিউল আলম মানিক (৪২), বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত হাজী আবুল খায়েরের ছেলে ও তুহিন হত্যা মামলার প্রধান আসামি বাবুর ছোট ভাই।

রোববার ভোরে সদর উপজেলার শিমপুর গ্রাম থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ জানান, উপজেলা শিক্ষার্থী তুহিন হত্যা মামলার অন্যতম আসামী শফিউল আলম মানিককে গ্রেফতারের পর রোববার আদালতে নেওয়া হয়।

পরে বিচারক আবিদা সুলতানা মৌলীর আদালতে তুহিনকে হত্যার ঘটনার বিবরণ দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দী দেয় মানিক।

আদালতে দেওয়া জবানবন্দিতে আসামী মানিক ভিকটিম তুহিনকে নির্যাতনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন । তদন্তের স্বার্থে এ বিষয়ে আরও তথ্য যাচাই বাছাই এবং আসামী মানিক এর জবানবন্দি অনুযায়ী ঘটনার সাথে জড়িত অন্যন্য আসামিদের গ্রেফতার চেষ্টা চলমান আছে।

এদিকে ঘটনার মূল আসামি বাবু যেন দেশত্যাগ না করতে পারে সেজন্য স্থলবন্দর বিমানবন্দর সহ সব জায়গায় জেলা পুলিশের পক্ষ থেকে নোটিশ দেয়া হয়।

উল্লেখ্য, পূর্ব বিরোধীদের জোরে গত ২০ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে পীরযাত্রাপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের কামাল মিয়ার বাড়ির সামনে থেকে তুহিনকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায় তারা। ২৭ অক্টোবর বেলা ১১টায় ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তুহিন কুমিল্লা বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মোঃ আব্দুল্লাহ বলেছেন গ্রেফতার কৃত আসামি সাইফুল ইসলাম বাবুর ছোট ভাই মানিক। আমরা একজনকে ধরতে পেরেছি বাকী সব আসামীকে দ্রুত গ্রেফতার করা হবে। আদালতে মানিক স্বীকার উক্তি মুলক জবানবন্দি দিয়েছে। সংবাদ প্রকাশঃ ০৩-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন